barcelona

Gerard Pique and Shakira: ভাঙছে ওয়াকা ওয়াকা জুটি, পিকে-শাকিরা বিচ্ছেদের পথে! নেপথ্যে ত্রিকোণ প্রেম

শাকিরার অনুমান নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে পিকের। বিচ্ছেদ হতে পারে তাঁদের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ২১:০১

—ফাইল চিত্র

বিচ্ছেদ হতে পারে জেরার্ড পিকে এবং শাকিরার। বার্সেলোনার ডিফেন্ডারের সঙ্গে অন্য নারীর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ পপ গায়িকার। তাঁদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি তারকা জুটি।

পিকের সঙ্গে ২০১১ সাল থেকে সম্পর্ক রয়েছে শাকিরার। বার্সেলোনার এক সংবাদ মাধ্যমের দাবি, পিকের সঙ্গে অন্য নারীর সম্পর্কের প্রমাণ পেয়েছেন পপ গায়িকা। সূত্রের খবর, বার্সেলোনায় একা থাকছেন পিকে। তাঁর সতীর্থ রিকি পুইগ এবং আরও বেশ কিছু বন্ধুর সঙ্গে একাধিক নারীকে রাত তিনটে পর্যন্ত দেখা গিয়েছিল।

Advertisement

২০১০ বিশ্বকাপের সময় দেখা হয় পিকে এবং শাকিরার। সেই সময় থেকেই তাঁদের প্রেম পর্ব শুরু হয়। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। তবে বিয়ে করেননি তাঁরা।

শাকিরার একটি গানে তাঁদের বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে। শাকিরা গানের নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। একটি নাচের অনুষ্ঠানের বিচারকও তিনি। পিকে বার্সেলোনার হয়ে খেলছেন ২০০৮ সাল থেকে। তিনি রক্ষণভাগের ফুটবলার হলেও বার্সেলোনার হয়ে লা লিগায় ২৯টি গোল করেছেন। স্পেনের হয়েও ১০২টি ম্যাচ খেলছেন পিকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

Advertisement
আরও পড়ুন