Durand Cup

ATK Mohun Bagan: ডার্বি জিতলেও দল এখনও তৈরি হয়নি! নৌসেনার বিরুদ্ধে নামার আগে বলছেন বাগান কোচ

বুধবার ডুরান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। তার আগে কোচ ফেরান্দো বললেন, ডার্বি জিতলেও এখনও দল তৈরিই হয়নি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৮:৪৪
বাগানের অনুশীলনে কাউকোরা।

বাগানের অনুশীলনে কাউকোরা। —নিজস্ব চিত্র

ডার্বি জিতেছে দল। কিন্তু এটিকে মোহনবাগানের খেলায় খুশি হতে পারেননি সমর্থকরা। ছন্নছাড়া ফুটবল, গোলের সুযোগ নষ্ট করা মেনে নিতে পারছেন না সবুজ-মেরুন ফুটবলাররা। ইমামি ইস্টবেঙ্গলের সুমিত পাসি আত্মঘাতী গোল না করলে ডুরান্ড কাপে হয়তো এখনও জয়হীন থাকতে হত বাগানকে। কিন্তু ফুটবলারদের দোষ দিচ্ছেন না কোচ জুয়ান ফেরান্দো। তাঁর মতে, এখনও দল তৈরি হয়নি। সেই কাজটাই করে চলেছেন তিনি।

বুধবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে তাঁদের। তার পরেও তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলির দিকে। এই অবস্থায় কোয়ার্টার ফাইনালের কথা ভাবছেন না ফেরান্দো। আগে চাইছেন নৌসেনার বিরুদ্ধে জিততে। তিনি বলেছেন, ‘‘ডার্বি জিতলেও আমাদের দল তৈরি করার কাজ এখনও অনেক বাকি। সেটা চলবে। প্রতি দিন নিজেদের আরও উন্নত করতে হবে। সেই লক্ষ্যেই বুধবার মাঠে নামব। আগে ইন্ডিয়ান নেভিকে হারিয়ে উঠি। তার পর কোয়ার্টার ফাইনালের কথা ভাবব।’’

Advertisement
বাগান ফুটবলারদের সঙ্গে কোচ ফেরান্দো।

বাগান ফুটবলারদের সঙ্গে কোচ ফেরান্দো। —নিজস্ব চিত্র

ভুল শুধরে বুধবারের ম্যাচে নামতে চাইছেন ফেরান্দো। বেশি গোল না পেলেও অবশ্য চিন্তিত নন তিনি। ফেরান্দো বলেছেন, ‘‘শেষ তিনটে ম্যাচে গোলের অনেক সুযোগ নষ্ট করায় চিন্তিত নই। যদি দেখতাম, ম্যাচ আমাদের হাতে নেই তা হলে চিন্তা হত। সবে মরসুম শুরু হয়েছে। একটু ভুল হবেই। আশা করছি ঠিক সময়ে দল নিজের ক্ষমতার শীর্ষে পৌঁছে যাবে।’’

প্রস্তুতি নিচ্ছেন মনবীররা।

প্রস্তুতি নিচ্ছেন মনবীররা। —নিজস্ব চিত্র

নেভিকে হাল্কা ভাবে নিচ্ছেন না ফেরান্দো। অনেক বেশি সতর্ক তিনি। সবুজ-মেরুন কোচ বলেছেন, ‘‘ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওরা ড্র করেছে। মুম্বইয়ের বিরুদ্ধেও প্রথমার্ধে দারুণ খেলেছে। তাই আমাদের সামনে কঠিন ম্যাচ। আমাদের উপর চাপ বেশি। কারণ, আমাদের জিততেই হবে। তিন পয়েন্ট পেতেই হবে।’’

দু’টি হলুদ কার্ড দেখায় ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলতে পারবেন না বাগান মাঝমাঠের প্রধান ভরসা হুগো বুমোস। তাঁতে খুব একটা সমস্যা হবে না বলেই জানিয়েছেন ফেরান্দো। তিনি বলেছেন, ‘‘মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দু’টো ম্যাচ খেলতে হচ্ছে। আমার দলে ২৫ জন ফুটবলার রয়েছে। জনি কাউকো, লিস্টন কোলাসোদের মতো কিয়ান নাসিরি, অর্শ আনোয়াররাও সমান গুরুত্বপূর্ণ। সবাই দলের জন্য ১০০ শতাংশ দিতে তৈরি। তাই বুমোস না থাকায় সমস্যা হবে না।’’

Advertisement
আরও পড়ুন