Arsenal

আর্সেনালের দাপট, হার ম্যান সিটির

শনিবার বড় জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে ফিরে এল আর্সেনাল। ঘরের মাঠে তারা ৩-০ গোলে হারাল নটিংহ্যাম ফরেস্ট-কে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০৮:৪০
ছন্দে: দলের প্রথম গোলের পরে আর্সেনালের সাকা। শনিবার।

ছন্দে: দলের প্রথম গোলের পরে আর্সেনালের সাকা। শনিবার। ছবি: রয়টার্স।

চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ ম্যাচ খেলতে নেমেছিল আর্সেনাল। চেলসির বিরুদ্ধে ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। শনিবার বড় জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে ফিরে এল আর্সেনাল। ঘরের মাঠে তারা ৩-০ গোলে হারাল নটিংহ্যাম ফরেস্ট-কে।

Advertisement

পিছিয়ে থাকল না চেলসি-ও। তারাও লেস্টার সিটির বিরুদ্ধে জিতেছে ২-১ গোলে। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল চেলসি। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট পেলেও গোল পার্থক‌্যে চার নম্বরে আর্সেনাল। নটিংহ্যামের বিরুদ্ধে ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল বুকায়ো সাকা-র। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান টোমাস পার্টে। ম্যাচ শেষের চার মিনিট আগে গোল করেন এথান নোয়ানেরি।

তবে দুঃসময় কাটছে না পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির। শনিবার ঘরের মাঠে ০-৪ গোলে গত বারের চ্যাম্পিয়নরা হারল টটেনহ্যাম হটস্পারের কাছে। এই নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচটি ম্যাচ হারল ম্যান সিটি। বৃহস্পতিবারই কোচ হিসেবে দু’বছর মেয়াদ বাড়ানোর চুক্তিতে সই করেছেন গুয়ার্দিওলা। তার পরেই প্রথম বার তাঁর কোচিংয়ে দলের টানা পাঁচ হার! টটেনহ্যামের হয়ে জোড়া গোল জেমস ম্যাডিসনের। এ ছাড়া একটি করে গোল পেদ্রো পোরো ও ব্রেনান জনসন-এর।

এই হারের পরে পয়েন্ট টেবলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দু’নম্বরে ম্যান সিটি। শীর্ষে লিভারপুল। ১১ ম্যাচে তাঁদের পয়েন্ট ২৮। রবিবার তাদের সামনে সাদাম্পটন।

আরও পড়ুন
Advertisement