Bangladesh Premier League

পাক ব্যাটারের সঙ্গে ধাক্কাধাক্কি বাংলাদেশের বোলারের, পরিস্থিতি সামলাতে হিমশিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠেই ঝগড়া দুই ক্রিকেটারের। শুধু মুখের কথা নয়, ধাক্কাধাক্কিও হল দু’জনের মধ্যে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেলেন বাকিরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩৪
cricket

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কয়েক দিন আগেই মাঠে ঝগড়া হয়েছিল বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল ও ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলসের মধ্যে। তবে তা শুধুই কথা-কাটাকাটিতে সীমাবদ্ধ ছিল। এ বার মাঠের ঝগড়া গড়াল ধাক্কাধাক্কিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ধাক্কাধাক্কি করলেন মহম্মদ নওয়াজ় ও তানজিম হাসান সাকিব। পরিস্থিতি সামলাতে হিমশিম খেলেন বাকিরা।

Advertisement

সিলেট স্ট্রাইকার্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচে ঘটে এই ঘটনা। সিলেটের হয়ে খেলা বাংলাদেশের পেসার তানজিমের বলে আউট হন খুলনার হয়ে খেলা পাকিস্তানের ক্রিকেটার নওয়াজ়। মন্থর বল করেছিলেন তানজিম। নওয়াজ় শটে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বল হাওয়ায় ওঠে। জ়াকির হাসান ক্যাচ ধরেন। ১৮ বলে ৩৩ রান করে আউট হন নওয়াজ়।

আউট করার পরে নওয়াজ়কে কিছু বলেন তানজিম। নওয়াজ়ও পাল্টা দেন। তার পরেই দেখা যায়, দুই ক্রিকেটার এক অপরের দিকে এগিয়ে যাচ্ছেন। ধাক্কাধাক্কি করেন তাঁরা। সঙ্গে সঙ্গে আম্পায়ার ও বাকি ক্রিকেটারেরা এগিয়ে আসেন। তাঁর দু’জনকে আলাদা করেন। তার পরেও কথার লড়াই চলছিল। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মাঠে। দুই ক্রিকেটার একে অপরকে কী বলেছেন, তা জানা যায়নি। ম্যাচ শেষে অবশ্য দু’জন একে অপরের বিরুদ্ধে কিছু বলেননি।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। তাদের হয়ে রনি তালুকদার ৪৪ বলে ৫৬ ও জ়াকির ৪৬ বলে অপরাজিত ৭৫ রান করেন। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে খুলনা। ৮ রানে ম্যাচ হারে তারা।

Advertisement
আরও পড়ুন