FIFA Friendly

দুরন্ত মেসিহীন আর্জেন্টিনা

আর্জেন্টিনার তিন গোলদাতা ক্রিশ্চিয়ান রোমেরো (১৬ মিনিট), এনজ়ো ফার্নান্দেস (৪২ মিনিট) ও জিয়োভানি লো সেলসো (৫২ মিনিট)।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪ ০৮:০৯
মেসিকে ছাড়াই জিতল আর্জেন্টিনা।

মেসিকে ছাড়াই জিতল আর্জেন্টিনা। ছবি: রয়টার্স।

ফিফা ফ্রেন্ডলিতে শনিবার আর্জেন্টিনা ৩-০ গোলে হারাল এল সালভাদরকে। চোটের কারণে লিয়োনেল মেসি না খেললেও জিততে বিন্দুমাত্র সমস্যা হয়নি লিয়োনেল স্কালোনির দলের।

Advertisement

আর্জেন্টিনার তিন গোলদাতা ক্রিশ্চিয়ান রোমেরো (১৬ মিনিট), এনজ়ো ফার্নান্দেস (৪২ মিনিট) ও জিয়োভানি লো সেলসো (৫২ মিনিট)। তিন গোলে এগিয়ে আক্রমণের ধার আরও বাড়ান স্কালোনির ফুটবলারেরা। যদিও সেই সব আক্রমণ থেকে আর গোল হয়নি।

রোমেরো গোল করেন কর্নার থেকে হেডে। ২-০ করেন এনজ়ো। দলীয় আক্রমণ থেকে পাওয়া সুযোগ হাতছাড়া করেননি চেলসি তারকা। প্রায় একইরকম গোল জিয়োভানির।

বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরি, কোথাও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি এল সালভাদর। আর্জেন্টিনার ৮০ শতাংশ বল দখল ছিল। আর্জেন্টিনা ২৪টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রেখেছে, এল সালভাদর শটই নিতে পেরেছে মাত্র ২টি।

আরও পড়ুন
Advertisement