Jayanta Pushilal Passes Away

প্রয়াত দ্রোণাচার্য জয়ন্ত পুশিলাল, ৬৩ বছর বয়সে চলে গেলেন বাংলার টেবল টেনিস কোচ

প্রয়াত হলেন জয়ন্ত পুশিলাল। বাংলার এই টেবল টেনিস কোচ দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। বাংলার অনেক নামকরা টেবল টেনিস খেলোয়াড় তৈরি করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৭
sports

জয়ন্ত পুশিলাল। —ফাইল চিত্র।

প্রয়াত জয়ন্ত পুশিলাল। ৬৩ বছর বয়সে চলে গেলেন দ্রোণাচার্য কোচ। বাংলার এই টেবল টেনিস কোচের হাত ধরে অনেক জাতীয় চ্যাম্পিয়ন পেয়েছে এই রাজ্য। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রীড়ামহলে।

Advertisement

দীর্ঘ দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন জয়ন্ত। মঙ্গলবার রাতে নারকেলডাঙায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অসুস্থ অবস্থায় ছাত্র-ছাত্রীদের পাশে পেয়েছিলেন জয়ন্ত। তাঁরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলেন না জয়ন্ত।

মৌমা দাস, অরূপ বসাক, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন টেবল টেনিস খেলোয়াড় তৈরি করেছেন জয়ন্ত। আমেরিকায় গিয়ে তৈরি করেছেন অলিম্পিয়ানও। ক্রীড়া ক্ষেত্রে কোচ হিসাবে তাঁর অবদানের জন্য তাঁকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। চলতি বছরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার নেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement