সাকাকে অভিশাপ দিয়েছিলেন কিয়েল্লিনি। ছবি টুইটার
ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ডের বুকায়ো সাকা পেনাল্টি নেওয়ার আগে তাঁকে অভিশাপ দিয়েছিলেন জর্জিও কিয়েল্লিনি। সম্প্রতি একটি ভিডিয়োয় একথা বলেছেন তিনি।
ফাইনালে ইটালির কাছে টাই-ব্রেকারে ২-৩ ব্যবধানে হারে ইংল্যান্ড। সাকার পেনাল্টি কিক বাঁচিয়ে দেন ইটালির গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমা। তবে সাকা কিক নিতে যাওয়ার আগে তাঁর উদ্দেশে ‘কিরিকোচো’ বলে চেঁচিয়ে উঠেছিলেন কিয়েল্লিনি।
এই বিশেষ শব্দের অর্থ কী?
জানা গিয়েছে, জুয়ান কার্লোস কিরিকোচো ছিলেন আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেস ক্লাবের অন্ধ সমর্থক। ১৯৮০-র দশকে ক্লাবে্র বেশির ভাগ ম্যাচে মাঠে দেখা যেত তাঁকে। ক্লাবের অনুশীলনেও হাজির থাকতেন তিনি।
¡CONFIRMADO: DIJO'KIRICOCHO'! Chiellini le aseguró a @askomartin que utilizó la famosa maldición identificada con Estudiantes para que Inglaterra erre el último penal. pic.twitter.com/XxR9r8lV95
— ESPN Argentina (@ESPNArgentina) July 12, 2021
Tension → elation
— UEFA EURO 2020 (@EURO2020) July 12, 2021
💚🤍❤️ An unforgettable moment.@azzurri | #EURO2020 pic.twitter.com/ea6xED21bn
তৎকালীন ক্লাবের কোচ কার্লোস বিলার্দো খেয়াল করেছিলেন যে, কিরিকোচো মাঠে থাকলে দলের কোনও না কোনও ফুটবলার চোট পান। তাই বিলার্দোর নির্দেশে তাঁকে বিপক্ষ দলের অনুশীলনের সময়ও পাঠানো শুরু হয়। সেই দলগুলিরও চোট পাওয়ার হার বেড়ে গিয়েছিল।
তখন থেকেই 'কিরিকোচো' একটি অভিশপ্ত শব্দ। বিপক্ষ দল বা কোনও ফুটবলারকে অভিশাপ দিতে চাইলে এই শব্দ ব্যবহার করেন ফুটবলাররা। টাই-ব্রেকারে সাকা শট নেওয়ার আগে উয়েফার পোস্ট করা একটি ভিডিয়োয় কিয়েল্লিনিকে এই শব্দ বলতে দেখা গিয়েছে।