French Open 2024

ফরাসি ওপেনে এগোচ্ছেন বাছাইয়েরা, সহজে দ্বিতীয় রাউন্ডে সাবালেঙ্কা, লড়তে হল মেদভেদেভকে

ফরাসি ওপেনে প্রত্যাশা মতোই এগোচ্ছেন বাছাই খেলোয়াড়েরা। পুরুষ এবং মহিলা সিঙ্গলসে সহজ জয় পেয়েছেন তাঁরা। তবে কিছুটা লড়াই করতে হল প্রাক্তন এক নম্বর মেদভেদেভকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ২৩:১০
Picture of Daniil Medvedev

ডানিল মেদভেদেভ। ছবি: এক্স (টুইটার)।

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশা মতোই পৌঁছে গেলেন বাছাই খেলোয়াড়েরা। পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন ক্যাসপার রুড, ড্যানিল মেদভেদেভেরা। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই অ্যারিনা সাবালেঙ্কা, চতুর্থ বাছাই এলিনা রিবাকিনা।

Advertisement

প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন সপ্তম বাছাই রুড। তিনি ৬-৩, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ব্রাজিলের ফেলিপে অ্যালভেসকে। রুডের সামনে তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি অ্যালভেস। পঞ্চম বাছাই মেদভেদেভকে অবশ্য লড়াই করে দ্বিতীয় রাউন্ডে উঠতে হল। জার্মানির ডমিনিক কোয়েফারের বিরুদ্ধে রুশ খেলোয়াড়কে লড়াই করতে হল চার সেট। শেষ পর্যন্ত বিশ্বের প্রাক্তন এক নম্বর মেদভেদেভ জয় পেলেন ৬-৩, ৬-৪, ৫-৭, ৬-৩ ব্যবধানে।

অন্য দিকে, মহিলা বিভাগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। তিনি ৬-১, ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন এরিকা আন্দ্রিভাকে। প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন রিবাকিনা। তিনি ৬-২, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন গ্রিট মিনেনকে। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অন্য বাছাই খেলোয়াড়েরাও।

আরও পড়ুন
Advertisement