Ananda Utsav 2024

জেনে নিন পুজোর সময়ে স্মার্ট ফোন দিয়েই কিভাবে ডিএসএলআর-এর মতো ঝকঝকে ছবি তুলবেন

পুজোর সময়ে ডিএসএলআর-এর মতো ঝকঝকে ছবি তোলার জন্য দাম দিয়ে ক্যামেরা কেনার প্রয়োজন নেই। আপনার স্মার্টফোনে সহজ কিছু সেটিংস করে নিলেই আপনার মুঠোফোনই হয়ে উঠবে ক্যামেরা।

Advertisement
লিখছেন প্রিয়তোষ দাস
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ২০:১৫
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

ক্যামেরার মত ছবি না পেলেই আমরা স্মার্টফোন ব্যবহারকারীরা মনে করি যে এইবার ফোনটা বদলানোর সময় এসেছে। কিন্তু আজ আমি আপনাদের সাথে ফোনের এমন কিছু সেটিং এর বিষয়ে আলোচনা করব, যাতে আপনিও ডিএসএলআর-এর মত পরিষ্কার ছবি পেতে পারেন, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন থেকেই।

Advertisement

প্রথমত, আপনি যে বা যার ছবি তুলতে চাইছেন তার ওপর ‘ফোকাস লক’ করে ‘ম্যানুয়ালি এক্সপোজার’ ঠিক করুন। এর ফলে আলো আবছায়াতেও ক্যামেরার ওপর আপনার ভালো নিয়ন্ত্রণ থাকবে। এমনকি ছবির পিছনে যে ‘এক্সপোজার কন্ট্রোল’ বা আলোর যে নিয়ন্ত্রণ সেটা ঠিক থাকবে।

দ্বিতীয়ত, ভালো ছবি তোলার জন্য ‘HDR মোড’ আপনি ব্যবহার করতে পারেন কারণ এটি তীব্র আলো এবং ছায়ার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে।

তৃতীয়ত, ছবিতে ডিএসএলআর-এর মত ‘ব্লার ব্যাকগ্রাউন্ড এফেক্ট’ পেতে চাইলে অবশ্যই ফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করুন। পোর্ট্রেট মোডে ছবি তুললে অনেক সময় সেটা সম্পূর্ণ ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ছবির মত দেখতে লাগে।

আজকালকার দিনে আমরা ছবি তোলার পাশাপাশি অনেক সময় ভিডিও রেকর্ডিং করে থাকি। ভিডিও রেকর্ড করার আগে সব সময় মাথায় রাখবেন সর্বোচ্চ রেজোলিউশনে আপনার ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। যদি না থাকে তাহলে সেটা সেট করুন। আপনার ফোন যদি কম দামি হয় তাহলে সেক্ষেত্রে ১০৮০p সেট করতে পারেন, না হলে ৪k সুবিধা পেলে সেটায় সেট করুন। আর মনে রাখবেন ভিডিও তোলার সময় সব সময় যেন ‘স্টেবিলাইজেশন মোড’ চালু করা থাকে।

তবে এই সবকিছুর পর সবথেকে জরুরি বিষয় হচ্ছে আলো। ভালো আলো পেলে যে কোন স্মার্টফোন অনেক ভালো ছবি তুলতে পারে। সুতরাং চেষ্টা করুন ছবি আকর্ষণীও করে তুলতে যেটা তুলতে চাইছেন তা আলোর দিকে রেখে তুলতে।

ছবি তোলার সময় খেয়াল রাখবেন আপনার হাত যেন স্থির থাকে, হাত কেঁপে গেলে ছবি অনেক সময় খারাপ হতে পারে। দরকার পড়লে প্রয়োজনে ট্রাইপড ব্যবহার করতে পারেন।

সেটিংস এর কথা তো বললাম, এইবার একটু ছবি তোলার সঠিক সময় নিয়ে কথা বলব। সঠিক সময় অর্থাৎ ঠিক সূর্যদয়ের পরে এবং সূর্যাস্তের আগের মুহূর্ত, এই সময়ে তোলা ছবি অনেক বেশি দৃশ্যনন্দন হয়। আবার কম আলো থাকলে অবশ্যই ‘নাইট মোড’ এই ফিচারটি ব্যবহার করতে হবে।

অতএব এই উৎসবের মরশুমে আপনার মুঠো ফোনেই তুলে নিন সেরা ছবিটি।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আরও পড়ুন
Advertisement