ড্যানিল মেদভেদেভের ক্যামেরা ভাঙার সেই মুহূর্ত। ছবি: রয়টার্স।
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাশিয়ার খেলোয়াড় ড্যানিল মেদভেদেভ। সেই ম্যাচে রাগের চোটে র্যাকেট দিয়ে ক্যামেরা ভেঙে দিয়েছিলেন। সেই অপরাধে জরিমানা করা হল তাঁকে। এ দিকে, অস্ট্রেলিয়ান ওপেনের ম্যাচ খেলতে নামার আগে স্নান করার সময় অজ্ঞান হয়ে যাওয়ার কথা জানালেন ফ্রান্সের খেলোয়াড় কোরেন্টিন মুটেট।
প্রথম রাউন্ডের খেলায় পাঁচ সেটের কঠিন লড়াইয়ে কাসিদিত সামরেজকে হারান মেদভেদেভ। সেই সময় নেটে লাগানো একটি ছোট ক্যামেরায় বার বার র্যাকেট দিয়ে আঘাত করে সেটি ভেঙে দেন। সেই অপরাধের জন্য তাঁকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এর পর দ্বিতীয় রাউন্ডে তিনি হেরে যান ১৯ বছর বয়সি আমেরিকান খেলোয়াড় লার্নার টিয়েনের কাছে। সেখানেও একই কাজ করেন। ভেঙে দেন ক্যামেরা। দ্বিতীয় অপরাধের জন্য তাঁকে ৬৬ হাজার ডলার জরিমানা করা হয়। সব মিলিয়ে ৭৬ হাজার ডলার বা ৬৬ লক্ষ টাকা জরিমানা হয়েছে রাশিয়ার খেলোয়াড়ের।
ফ্রান্সের মুটেট শনিবার বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। তার ৪৫ মিনিট আগেই অন্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। স্নান করার সময় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন বাথরুমে। দৃষ্টি ঘোলাটে হয়ে গিয়েছিল। সেই ঘটনার পর ভয় পেয়ে গিয়েছিলেন মুটেট। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে ম্যাচে নামার জন্য প্রস্তুত হন। তবে স্ট্রেট সেটেই হেরে গিয়েছেন।
ম্যাচের পর মুটেট বলেছেন, “ম্যাচের ৪৫ মিনিট আগে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মেঝেতে শুয়ে থাকা অবস্থায় জ্ঞান ফেরে। সব কালো হয়ে গিয়েছিল। কিছু দেখতে পাচ্ছিলাম না। তার পরেই উঠে বসে ম্যাচের জন্য তৈরি হই। কোনও ব্যথা বা কিছু নেই। তাই গোটা ব্যাপারটাই আমার কাছে অদ্ভুত লেগেছে।”