india cricket

India Vs West Indies: শেষ ওভারে দরকার ১৫ রান! কোন মন্ত্রে বাজিমাত সিরাজের, জানালেন চহাল

শেষ ওভারে ১৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। শেষ পর্যন্ত তিন রানে ম্যাচ জেতে ভারত। কী পরিকল্পনা করেছিলেন তাঁরা, জানালেন যুজবেন্দ্র চহাল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৩:১১
সিরাজের (বাঁ দিকে) সঙ্গে চহাল (মাঝে) ও ধবন (ডান দিকে)

সিরাজের (বাঁ দিকে) সঙ্গে চহাল (মাঝে) ও ধবন (ডান দিকে) ছবি: টুইটার

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৫ রান। যে কোনও দল জিততে পারত। কিন্তু শেষ হাসি হাসেন মহম্মদ সিরাজ। বল করতে গিয়ে ১১ রান দেন তিনি। ১৫ রান দরকার থাকলেও তাঁরা চাপে পড়েননি বলে জানিয়েছেন যুজবেন্দ্র চহাল। ভারতীয় স্পিনারের দাবি, সিরাজের উপর আস্থা ছিল তাঁদের। নির্দিষ্ট পরিকল্পনা করে বল করেছিলেন। তাতেই বাজিমাত করেন তাঁরা।

ম্যাচ শেষে চহাল বলেন, ‘‘আমাদের বিশ্বাস ছিল যে সিরাজ শেষ ওভারে ১৫ রানের কম দেবে। কারণ তার আগের দুই ওভারে ও ভাল ইয়র্কার করছিল। ভাল ছন্দে ছিল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বড় শট মারার ক্ষমতা থাকলেও আমরা সিরাজের উপর আস্থা হারায়নি।’’

Advertisement

ভারতীয় বোলাররা নির্দিষ্ট পরিকল্পনা করে গোটা ম্যাচে বল করেছিলেন বলে জানিয়েছেন চহাল। তিনি বলেন, ‘‘আমরা ঠিক করেছিলাম মাঠের যে দিকটা বড় সে দিকে ওদের ব্যাটারদের খেলতে বাধ্য করব। সেই হিসাবে বল করছিলাম। ওরা অনেক চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছি।’’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম সারির বেশ কয়েক জন বোলার নেই। তাতে তাঁদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন চহাল। তিনি বলেছেন, ‘‘যে বোলাররা আছে তারা দীর্ঘ দিন ধরে আইপিএলে খেলেছে। সেই সঙ্গে সবারই দীর্ঘ দিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলায় অভিজ্ঞতা রয়েছে। তাই এই বোলিং বিভাগকে অনভিজ্ঞ বলা যায় না।’’

আরও পড়ুন
Advertisement