Yuzvendra Chahal

চহালকে দেখে ঠাকুমার কথা মনে পড়ে গেল ধবনের, কী করছিলেন ভারতীয় স্পিনার?

রাজস্থান রয়্যালসের পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে জিমে অনুশীলনে ব্যস্ত চহাল। তাঁকে জামা পরার অনুরোধ করছেন ধবন। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই ৬৫ হাজারের বেশি মানুষ দেখেছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৬
চহালের সঙ্গে মজা করলেন ধবন।

চহালের সঙ্গে মজা করলেন ধবন। ফাইল ছবি

যুজবেন্দ্র চহাল এবং শিখর ধবন নেটমাধ্যমে ভিডিয়ো পোস্ট করা মানেই মজার কোনও মুহূর্ত তৈরি হওয়া। তাঁরা যদি একসঙ্গে আসেন তা হলে তো কথাই নেই। রাজস্থান রয়্যালসের পোস্ট করা ভিডিয়োতে ভারতের দুই ক্রিকেটারকেই একসঙ্গে দেখা গেল। কী করলেন তাঁরা?

রাজস্থানের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে জিমে রয়েছেন ধবন এবং চহাল। সেখানে চহালের গায়ে কোনও জামা নেই। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েই খেলেন চহাল। ভিডিয়োতে দেখা যাচ্ছে ভারতীয় স্পিনার দু’হাতে ওজন তুলছেন। ধবন তাঁকে অনুরোধ করছেন জামা পরার জন্য। কিন্তু চহাল সে কথা কানেই নিচ্ছেন না। ধবন মজা করে বলেন, ‘তোমায় দেখে ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে।’ বিরক্ত হয়ে চহাল ওজন তোলা থামিয়ে ধবনকে বলেন, “তোমার ঠাকুমা কি ওজন তুলত?”

Advertisement

মাত্র ১৬ সেকেন্ডের এই ভিডিয়োটি ইতিমধ্যেই টুইটারে ৬৫ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। চহাল এখন এশিয়া কাপ খেলতে ব্যস্ত। ধবন জিম্বাবোয়ে সিরিজে খেলার পর বিশ্রামে। জিম্বাবোয়েতে সিরিজ জেতার পরও ধবন এবং সেই দলে থাকা বাকি ক্রিকেটারদের নাচ দেখা গিয়েছিল।

এশিয়া কাপে ইতিমধ্যেই দু’টি ম্যাচ জিতে নিয়েছে ভারত। পাকিস্তান এবং হংকংকে হারিয়ে সুপার ফোরে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। পাকিস্তানকে তারা হারায় পাঁচ উইকেটে। হংকংয়ের বিরুদ্ধে ভারত জেতে ৪০ রানে।

Advertisement
আরও পড়ুন