যশস্বী জয়সওয়াল। ছবি: টুইটার।
গত আইপিএলে নজর কেড়েছেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। ব্যাট হাতে ৪৮.০৮ গড়ে করেছেন ৬২৫ রান। তাঁকে ২ কোটি ৪০ লাখ টাকায় নিলামে কিনেছিল রাজস্থান। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা যশস্বী হঠাৎ এত টাকা পেলেও মাথা ঘুরে যায়নি। বরং উন্নতি হয়েছে তাঁর খেলার। এ জন্য তরুণ ব্যাটার কৃতিত্ব দিয়েছেন তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িকে।
যশস্বী জানিয়েছেন, রাজস্থান কর্তৃপক্ষই তাঁকে সামলে রেখেছিলেন। সামলে রেখেছিলেন তাঁর টাকাও। নিশ্চিন্তে মন দিতে পেরেছেন খেলায়। তিনি জানিয়েছেন, রাজস্থান কর্তৃপক্ষই তাঁকে টাকা সুরক্ষিত রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। যথাযথ জায়গায় বিনিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন। যশস্বী বলেছেন, ‘‘ক্রিকেট আমার কাছে সবার আগে। ক্রিকেটই আমার লক্ষ্য। খেলাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ আমাকে অনেক সাহায্য করেছেন। আমার টাকা-পয়সার বিষয়গুলো ফ্র্যাঞ্চাইজ়িই দেখত। আমাকে নানা পরামর্শ দিয়েছেন তাঁরা। কোথায় কী ভাবে টাকা বিনিয়োগ করলে সুরক্ষিত থাকবে, সে সব বুঝিয়েছেন।’’
যশস্বীর মতে টাকা-পয়সা নিয়ে ভাবতে হয়নি বলেই ক্রিকেটে ভাল করে মন দিতে পেরেছিলেন তিনি। ২১ বছরের ক্রিকেটার বলেছেন, ‘‘টাকা-পয়সার ব্যাপারগুলো সব ফ্র্যাঞ্চাইজ়িই দেখত। আমাকে ভাবতেই হয়নি। আমি শুধু ক্রিকেট নিয়ে থাকতে পেরেছি। আমি সত্যিই ভাগ্যবান। আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলো যে ভাবে তরুণ ক্রিকেটারদের পাশে থাকে, সেটা সত্যিই দুর্দান্ত।’’
আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজ় সফরে টেস্ট দলে সুযোগ পেয়েছেন। হঠাৎ এত টাকা পেয়ে কি একটু বেহিসেবি হয়েছেন? তরুণ ক্রিকেটার বলেছেন, ‘‘এখনও পর্যন্ত নিজেকে ভালই সামলাচ্ছি। প্রথমত, বিশ্বাস না করলে কোনও সিদ্ধান্ত নিই না। দ্বিতীয়ত, আমার যেগুলো প্রয়োজন শুধু সেগুলো নিয়েই থাকি। সেগুলোর জন্য খরচ করি। উদাহরণ হিসাবে বলতে পারি, আমার ভাল খাবার দরকার। পরিবারের জন্য ভাল একটা বাড়ি প্রয়োজন। এগুলোর জন্য আমি প্রয়োজন মতো খরচ করতে রাজি। তবে অপ্রয়োজনীয় খরচ করতে রাজি নই।’’