BGT 2024-25

দেরি যশস্বীর, ওপেনারকে হোটেলে রেখেই ব্রিসবেনের বিমান ধরতে চলে গেলেন বিরক্ত রোহিতেরা!

সব কাজ সময় মেনে করেন যশস্বী। বুধবার তিনি কোচ বা অধিনায়ককে দেরির কারণ সম্পর্কে কিছু জানাননি। কিছু ক্ষণ অপেক্ষার পর তাঁকে হোটেলে রেখেই দলের বাস বিমানবন্দরে চলে যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:২৪
picture of Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

নির্দিষ্ট সময়ে হোটেলের লবিতে পৌঁছতে পারেননি যশস্বী জয়সওয়াল। তাঁর জন্য অপেক্ষা করল না ভারতীয় দলের বাস। তাঁকে ফেলেই ব্রিসবেনের বিমান ধরতে অ্যাডিলেডের বিমানবন্দরে চলে গেলেন রোহিত শর্মারা। শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেতে পারেন যশস্বী।

Advertisement

ভারতীয় দলের বাস কারও জন্য অপেক্ষা করে না। দলের সঙ্গে থাকা সকলকে শৃঙ্খলা মেনে চলতে হয়। কাউকে বাড়তি সুবিধা দেওয়া হয় না। এই নিয়ম অজানা নয় যশস্বীর। বেশ কিছু দিন ধরে তিনি ভারতীয় দলের নিয়মিত সদস্য। বুধবার ভারতীয় দলের অ্যাডিলেড থেকে ব্রিসবেনে যাওয়ার সূচি আগে থেকেই ঠিক ছিল। তবু নির্দিষ্ট সময়ের মধ্যে হোটেলের লবিতে পৌঁছতে পারেননি যশস্বী। দল যেহেতু এক শহর থেকে অন্য শহরে যাবে, তাই যশস্বীর জন্য সকলে কিছু ক্ষণ অপেক্ষা করেন। অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরকেও অ্যাডিলেডের হোটেলের লবিতে তরুণ ওপেনিং ব্যাটারের জন্য কিছু ক্ষণ অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকরও। কিন্তু যশস্বী আসছেন না দেখে বাস ছাড়ার নির্দেশ দেন কোচ গম্ভীর। সে সময় রোহিতকেও খানিকটা বিরক্ত দেখাচ্ছিল। শেষ পর্যন্ত মুম্বইয়ের ব্যাটারকে ছাড়াই রওনা দেয় ভারতীয় দলের বাস।

অ্যাডিলেডের স্থানীয় সময় অনুযায়ী, বুধবার সকাল ১০টায় ভারতীয় দলের ব্রিসবেন যাওয়ার বিমান ছিল। সেই মতো ভারতীয় দলের হোটেল ছাড়ার কথা ছিল সকাল ৮.৩০ মিনিটে। হোটেলে ভারতীয় দলের জন্য প্রস্তুত ছিল দু’টি বাস। দলে দেরি করার বদনাম নেই যশস্বীর। সব কাজ সময় মেনে করেন। এ দিন তিনি কোচ বা অধিনায়ককে দেরির কারণ সম্পর্কে আগাম কিছু জানাননি। আট কিলোমিটার দূরের বিমানবন্দরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে ছেড়ে দেয় ভারতীয় দলের দু’টি বাস। যশস্বীর জন্য শুধু দলের ম্যানেজার এবং নিরাপত্তা আধিকারিক থেকে যান হোটেলে।

বাস ছাড়ার প্রায় ২০ মিনিট পর হোটেলের লবিতে আসেন যশস্বী। তত ক্ষণে তাঁর জন্য আলাদা একটি গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। ম্যানেজার এবং নিরাপত্তা আধিকারিকের সঙ্গে সেই গাড়িতে অ্যাডিলেড বিমানবন্দরে যান যশস্বী। দলীয় শৃঙ্খলার প্রশ্নে এই ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। বুধবার দলের বাসে উঠতে না পারায় জরিমানা হতে পারে যশস্বীর। সম্ভবত ক্লান্তির জন্য ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিলেন তরুণ ব্যাটার।

ভারতীয় দলে এমন ঘটনা অবশ্য নতুন নয়। অতীতে রোহিত, দীনেশ কার্তিকদের রেখেও চলে গিয়েছে দলের বাস। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ হোটেলের লবিতে পৌঁছতে না পারলে, তাঁকে ছাড়াই বাকি ক্রিকেটারেরা চলে যান অনুশীলন করতে বা ম্যাচ খেলতে।

বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা অবশ্য দলের সঙ্গে ব্রিসবেন যাননি। দুই ক্রিকেটার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন পরিবার নিয়ে। তাঁরা আলাদা বিমানে সপরিবার ব্রিসবেনে পৌঁছেছেন।

Advertisement
আরও পড়ুন