Border-Gavaskar Trophy

পার্‌থ টেস্টে বাগ্‌যুদ্ধের উত্তাপ, যশস্বীকে উপহাস স্টার্কের, পরের বলেই চার মেরে জবাব ভারতীয় ওপেনারের

দ্বিতীয় দিনের শেষে পার্‌থ টেস্টে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। অস্ট্রেলিয়ার থেকে ২১৮ রানে এগিয়ে রয়েছেন যশপ্রীত বুমরা। হাতে রয়েছে ১০ উইকেট। ব্যাট-বলের লড়াইয়ের মাঝে চলছে বাগ্‌যুদ্ধও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৭:৪৩
picture of Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। ছবি: এক্স (টুইটার)।

বাগ্‌যুদ্ধহীন ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ বোধহয় সম্ভব নয়। অস্ট্রেলীয়দের চোখে চোখ রেখে আগ্রাসী ক্রিকেট শুরু করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল। সেই ধারা অব্যাহত রেখেছেন যশস্বী জয়সওয়ালেরাও। পার্‌থ টেস্টে মিচেল স্টার্কের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ালেন ভারতের তরুণ ওপেনার।

Advertisement

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দল নির্ভরতা দিচ্ছে যশস্বীর ব্যাট। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৯০ রানে। এই ইনিংসের মাঝেই স্টার্কের সঙ্গে কথার লড়াইয়ে জড়ালেন তরুণ ব্যাটার। ভারতের দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারের একটি বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে রাখেন স্টার্ক। কমিয়ে দেন গতিও। যশস্বীকে ড্রাইভ মারতে প্রলোভিত করাই ছিল তাঁর উদ্দেশ্য। যশস্বী শট মারার চেষ্টা করেও পারেননি। বল তাঁর ব্যাটের কানায় লেগে পিচের উপরেই পড়ে। তা দেখে হাসতে হাসতে যশস্বীকে উপহাস করেন স্টার্ক। সঙ্গে বলেন, ‘‘তুমি আমাকে ভয়ে ভয়ে খেলছ!’’ চুপ থাকেননি ভারতীয় ওপেনারও। তিনি পাল্টা জবাব দেন অসি জোরে বোলারকে। যদিও তাঁর কথা শোনা যায়নি। স্টার্কের পরের বলটিই তুলে মারেন যশস্বী। চার হয় সেই বলে। যশস্বী বুঝিয়ে দেন, তাঁকে ভয় পাওয়ানো সহজ নয়। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

দ্বিতীয় দিন ভারত ব্যাট করেছে ৫৭ ওভার। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ভারতের রান ১৭২। অস্ট্রেলিয়ার থেকে ২১৮ রানে এগিয়ে। যশস্বীর সঙ্গে ২২ গজে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল (৬২)। প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১০৪ রানে।

আরও পড়ুন
Advertisement