WPL 2023

নিলামে কোটিপতি স্মৃতি, হরমনরা! দক্ষিণ আফ্রিকাতেই উচ্ছ্বাসে ভাসল গোটা দল

এত দিন আইপিএলের নিলাম নিয়ে উন্মাদনা থাকত। গত বছর মেগা নিলাম হয়েছিল। এ বছর মিনি নিলামেও উৎসাহ ছিল তুঙ্গে। ডব্লিউপিএলের নিলামে কোটিপতি হরমন, স্মৃতিরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২২
file pic of harmanpreet kaur and smriti mandhana

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মহিলা দল এখন রয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানেই টিভিতে চোখ স্মৃতি, হরমনদের। ফাইল ছবি

আগের দিনই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে উঠেছেন। জিতেছেন রুদ্ধশ্বাস উত্তেজনার লড়াই। সেই ঘোর কাটার আগেই সকালে উঠে টিভির সামনে বসে পড়েছিলেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মারা। ডব্লিউপিএলের নিলামে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মহিলা ক্রিকেটাররা। ভারতের মহিলা ক্রিকেট আগে এই জিনিস দেখেনি।

এত দিন আইপিএলের নিলাম নিয়ে উন্মাদনা থাকত। গত বছর মেগা নিলাম হয়েছিল। এ বছর মিনি নিলামেও উৎসাহ ছিল তুঙ্গে। মিনি নিলাম দেখেছে অতীতের সব নজির ভেঙে যাওয়া। দেখা গিয়েছে স্যাম কারেনকে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি হতে। সেই জিনিস দেখা মহিলাদের ক্রিকেটেও। উন্মাদনা মহিলাদের ক্রিকেট নিয়ে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মহিলা দল এখন রয়েছে দক্ষিণ আফ্রিকায়। সকালেই টিভির সামনে বসে পড়েছিল ভারতীয় দল। স্মৃতি আবার জাতীয় দলের জার্সি পরেই বসেছিলেন। নিলামে প্রথমেই ওঠে তাঁর নাম। এর পর কাড়াকাড়ি পড়ে যায় তাঁকে নিয়ে। বিভিন্ন দলই স্মৃতিকে নিতে চাইছিল। শেষ হাসি হাসে বেঙ্গালুরু। বিরাট কোহলির দল স্মৃতিকে কিনে নেয় ৩ কোটি ৪০ লক্ষ টাকায়। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার সময়েই স্মৃতি নিয়ে নাচানাচি করছিলেন সতীর্থরা। বিক্রি হতেই স্মৃতিকে নিয়ে তাঁরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

কিছু ক্ষণ পরেই আসে অধিনায়ক হরমনপ্রীতের নাম। তিনি অবশ্য স্মৃতির থেকে বেশ কিছু কম দামই পেয়েছেন। কিন্তু ১ কোটি ৮০ লক্ষ টাকায় বিক্রি হওয়া হরমনপ্রীতকে নিয়েও উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement