Richa Ghosh

ICC ODI Rankings: আইসিসি-র ব্যাটারদের ক্রমতালিকায় এগোলেন দীপ্তি-রিচা, দ্বিতীয় স্থানেই মিতালি

তিনটি ম্যাচ খেলতে না পারলেও ক্রমতালিকায় অষ্টম স্থান ধরে রেখেছেন স্মৃতি মান্ধানা। বোলারদের ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ঝুলন গোস্বামী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০১
রিচা ঘোষ।

রিচা ঘোষ। —ফাইল ছবি

আইসিসি-র এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় উপরে উঠে এলেন ভারতের দুই তারকা। নিউজিল্যান্ড সফরে ভাল পারফরম্যান্সের ফল পেলেন দীপ্তি শর্মা এবং রিচা ঘোষ। ক্রমতালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক মিতালি রাজ।

ব্যাটারদের ক্রমতালিকায় ১৮ নম্বরে উঠে এসেছেন দীপ্তি। কিউয়িদের বিরুদ্ধে সম্প্রতি তিনি ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। সেই দুরন্ত ইনিংসের সুবাদেই আইসিসি-র এক দিনের ক্রমতালিকায় দু’ধাপ উঠলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে চার উইকেট নিয়ে বোলারদের ক্রমতালিকাতেও ছ’ধাপ এগিয়ে ১৩ নম্বরে চলে এসেছেন দীপ্তি। অলরাউন্ডারদের ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

Advertisement

বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা দ্বিতীয় এক দিনের ম্যাচে ৬৫ রানের সুবাদে এক লাফে ১৫ ধাপ উঠে ক্রমতালিকার ৫৪ নম্বরে আছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে অর্ধ শতরান করে আইসিসি ক্রমতালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন মিতালি। করোনা বিধির জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে মাঠে নামতে না পারলেও ক্রমতালিকায় অষ্টম স্থান ধরে রেখেছেন স্মৃতি মান্ধানা। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় ঝুলন গোস্বামী। বাংলার অভিজ্ঞ ফাস্ট বোলার চতুর্থ স্থানে রয়েছেন।

ভারতের বিরুদ্ধে একটি শতরান এবং দু’টি অর্ধশতরান করা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ব্যাটারদের ক্রমতালিকায় ২১ ধাপ এগিযে ২২ নম্বরে আছেন। বল হাতেও ভারতের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন কিউয়ি অলরাউন্ডার। আইসিসি-র অলরাউন্ডারদের তালিকায় তিনি উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।

Advertisement
আরও পড়ুন