Womens Asia Cup 2022

ভারতের পরে আমিরশাহিকে হারাল পাকিস্তান, মহিলাদের এশিয়া কাপের শেষ চারে বিসমারা

মহিলাদের এশিয়া কাপে ভারতের পরে সংযুক্ত আরব আমিরশাহিকে হারাল পাকিস্তান। পর পর দুই জয়ের ফলে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেলেন বিসমা মারুফরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৭:০৬
পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের উল্লাস।

পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের উল্লাস। —ফাইল চিত্র

পর পর দু’ম্যাচে জিতল পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। ভারতের পরে এ বার সংযুক্ত আরব আমিরশাহিকে হারাল তারা। এই জয়ের ফলে ভারতের পরে দ্বিতীয় দল হিসাবে মহিলাদের এশিয়া কাপের শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান।

আমিরশাহিকে হারাতে খুব বেশি কষ্ট করতে হয়নি পাকিস্তানকে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভাল খেললেন মুনিবা আলি। টপ অর্ডারের বাকিরা রান না পেলেও দলের রানকে এগিয়ে নিয়ে যান মুনিবা। তাঁকে সঙ্গ দেন আলিয়া রিয়াজ। মুনিবা ৪৩ রান করে আউট হয়ে গেলেও অর্ধশতরান করেন আলিয়া।

Advertisement

আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন নিদা দার। আমিরশাহির বিরুদ্ধেও ভাল খেললেন তিনি। শেষ দিকে নেমে ১৭ বলে ২৫ রান করেন নিদা। ৩৬ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন আলিয়া। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করে পাকিস্তানের মহিলা দল।

রান তাড়া করতে নেমে কোনও সময়েই মনে হয়নি আমিরশাহি জিততে পারে। প্রথম থেকেই রানের গতি কম ছিল। হাত খুলে খেলতে পারছিলেন না আমিরশাহির ব্যাটাররা। সাত ব্যাটারের মধ্যে মাত্র তিন জন দু’অঙ্কে পৌঁছতে পারেন। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকায় জুটি গড়তে পারেনি আমিরশাহি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৪ রান করে আমিরশাহি। ৭১ রানে ম্যাচ জেতে পাকিস্তান।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট পাকিস্তানেক মহিলা দলের। একই ম্যাচ খেলে সমান পয়েন্ট ভারতের মহিলা দলেরও। রান রেট বেশি থাকায় শীর্ষে রয়েছেন হরমনপ্রীত কৌররা।

আরও পড়ুন
Advertisement