ICC World Cup 2023

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ কি ভেস্তে যাবে? রবিবার কখন, কতটা বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে?

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ চেন্নাইয়ে। খেলা শুরুর ১৯ ঘণ্টা আগে বৃষ্টি হয়েছে চেন্নাইয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হতে পারে রবিবারও। তাই কিছুটা চিন্তায় ভারতীয় শিবির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ ১১:৪২
picture of Rohit Sharma

আকাশের দিকে নজর অধিনায়ক রোহিত শর্মার। ছবি: সংগৃহীত।

শনিবার বৃষ্টিতে ভিজেছে চেন্নাই। রবিবার সেখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। রোহিত শর্মাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণের পাশাপাশি, ভারতীয় শিবিরের চোখ আকাশের দিকে। বৃষ্টিতে ধুয়ে যাবে না তো প্রথম ম্যাচ?

Advertisement

ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি ভারতের। গুয়াহাটি এবং তিরুঅনন্তপুরমে বাধ সেধেছিল বৃষ্টি। দুই ম্যাচেই এক বলও খেলা হয়নি। শনিবারের বৃষ্টি তাই উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় দলের। ক্রিকেটপ্রেমীরাও জানতে চান রবিবার কেমন থাকবে চেন্নাইয়ের আবহাওয়া। আবহবিদেরা অবশ্য জানাচ্ছেন চিন্তার তেমন কারণ নেই। খেলা না হওয়ার মতো বৃষ্টি হবে না।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার চেন্নাইয়ের আকাশ পরিষ্কারই থাকবে। প্রায় সারা দিনই দেখা মিলবে সূর্যের। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ২টোয়। আবহবিদেরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা নেই। সন্ধ্যার পর আকাশে মেঘের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা দুই থেকে তিন শতাংশ। রাতের দিকে অবশ্য মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তা-ও সম্ভাবনা ১০ শতাংশের বেশি নয়। ফলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে জল পড়ার সম্ভাবনা কম। ঠিক মতো খেলা হলে রাত সাড়ে ১০টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। বেশি বৃষ্টি হতে পারে সাত সাড়ে ১১টার পর। তাই ক্রিকেটপ্রেমীদের বিশেষ চিন্তার কিছু নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার চেন্নাইয়ের দিনের তাপমাত্রা থাকবে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। সারা দিন বাতাসের গতি থাকবে ১৩ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতি বেগ হতে পারে ২১ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশের কাছাকাছি। তাই আবহাওয়া থাকতে পারে কিছুটা অস্বস্তিকর।

আরও পড়ুন
Advertisement