Dinesh karthik

৩৯ বছরেও ইগলের ক্ষিপ্রতা, ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ কোহলিদের কোচ কার্তিকের

ক্রিকেট খেলা প্রায় ছেড়েই দিয়েছেন। কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কিন্তু সেই দীনেশ কার্তিকের ফিটনেসের ধার যে এখনও কমেনি তা দেখা গেল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩
cricket

দীনেশ কার্তিক। —ফাইল চিত্র।

দু’মাস পরে আইপিএলে কোচের ভূমিকায় দেখা যাবে দীনেশ কার্তিককে। ক্রিকেট খেলা প্রায় ছেড়েই দিয়েছেন তিনি। কিন্তু সেই কার্তিকের ফিটনেসের ধার যে এখনও কমেনি তা দেখা গেল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট লিগে উইকেটের পিছনে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরলেন তিনি।

Advertisement

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলছেন কার্তিক। পার্ল রয়্যালস দলে জস বাটলারের বিকল্প হিসাবে নেওয়া হয়েছে তাঁকে। মুম্বই ইন্ডিয়ান্স কেপটাউনের বিরুদ্ধে ম্যাচে কার্তিকের এই ক্যাচ দেখা গিয়েছে। ডায়ান গালিয়েমের বল পিচে পড়ে আফগানিস্তানের ব্যাটার আজ়মাতুল্লা ওমরজাইয়ের ব্যাটের কানায় লেগে পিছনে যায়।

পার্লের উইকেটরক্ষক কার্তিক প্রথমে বাঁ দিকে ঝুঁকে পড়েছিলেন। তার পরে তিনি দেখেন বল তাঁর ডান দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ডান দিকে ঝাঁপ মারেন তিনি। এক হাতে ক্যাচ ধরেন কার্তিক। তাঁর ক্যাচ দেখে ধারাভাষ্যকারের তাঁকে ইগলের সঙ্গে তুলনা করেন। ৩৯ বছর বয়সেও কার্তিকের ফিটনেসের প্রশংসা করেন তাঁরা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে কেপটাউন। রাসি ভ্যান ডার ডুসেন ৬৪ বলে ৯১ রান করেন। জবাবে এক ওভার বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে যায় পার্ল। ওপেনার লুয়ান দ্রে প্রিটোরিয়াস ৮২ রান করেন। শেষ দিকে নেমে ৬ বলে ১০ রান করেন কার্তিক। আইপিএলে ক্রিকেটার হিসাবে অবসর নেওয়ার পরে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোচের ভূমিকায় দেখা যাবে কার্তিককে। কিন্তু তার পরেও তাঁর ফিটনেসের প্রশংসা করছেন সকলে।

Advertisement
আরও পড়ুন