BGT 2024-25

ব্রিসবেনে তৃতীয় টেস্টে সময়সূচিতে বদল! বাকি চার দিন খেলা দেখতে হলে উঠতে হবে আরও ভোরে

ব্রিসবেনে বৃষ্টির জেরে প্রথম দিনের খেলা প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে। ফলে বাকি চার দিনের খেলার সময়ের ক্ষেত্রে বদল হয়েছে। বাকি চার দিন কখন থেকে শুরু হবে খেলা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৮
cricket

গাব্বার আকাশে মেঘ। টেস্টের পাঁচ দিন ধরেই দেখা যাবে এই দৃশ্য। —ফাইল চিত্র।

প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। ব্রিসবেনে বৃষ্টির জেরে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা প্রায় পুরোটাই ভেস্তে গিয়েছে। ফলে বাকি চার দিনের খেলার সময়ে বদল হয়েছে। বাকি চার দিন কখন থেকে শুরু হবে খেলা?

Advertisement

টেস্টে সাধারণত দিনে ৯০ ওভার খেলা হয়। অর্থাৎ, প্রথম দিন বৃষ্টিতে ৭৬.৪ ওভার খেলা হয়নি। এত ওভার বাকি চার দিনে করানো সম্ভব নয়। কিন্তু চেষ্টা করা হবে যত ওভার বেশি খেলানো যায়। সেই কারণে বাকি চার দিন আধ ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড এই সময় বদলের কথা জানিয়েছে। তারা বলেছে, “রবিবার থেকে ভারতীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটের বদলে ভোর ৫টা ২০ মিনিট থেকে খেলা শুরু হবে। দিনে ৯৮ ওভার খেলা হবে। বাকি চার দিন এই সময়েই খেলা শুরু হবে।” যদি বাকি চার দিন ৯৮ ওভার করে খেলা হয় তা হলে প্রথম দিন নষ্ট হওয়া ৭৬.৪ ওভারের মধ্যে অন্তত ৩২ ওভারের খেলা করানো যাবে। এমনিতেই তৃতীয় টেস্ট দেখতে হলে ভোরে উঠতে হচ্ছে ভারতীয় সমর্থকদের। কিন্তু বাকি চার দিন আরও ভোরে উঠতে হবে তাঁদের।

তবে বাকি চার দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিসবেনে। রবিবার বৃষ্টির আশঙ্কা সবচেয়ে কম। মাত্র ৮ শতাংশ। কিন্তু বাকি তিন দিন যথাক্রমে ৮৪ শতাংশ, ৮৪ শতাংশ ও ৫৬ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে খেলার সময় এগিয়ে আনলেও পুরো খেলা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তেমনটা হলে এই টেস্টের ফয়সালা হওয়ার সম্ভাবনা খুব কম।

Advertisement
আরও পড়ুন