ICC ODI World Cup 2023

বিশ্বকাপ থেকে বিদায়, বাবর কি নেতৃত্ব ছাড়বেন? ইডেন ছাড়ার আগে কী বলে গেলেন পাক অধিনায়ক?

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায় নিয়ে কি এ বার নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বাবর আজ়ম? তিনি নিজে কী চান? ইডেন ছাড়ার আগে স্পষ্ট করে দিলেন পাকিস্তানের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ২২:২২
odi world cup

বাবর আজ়ম। —ফাইল চিত্র

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। অধিনায়ক হিসাবে ব্যর্থ বাবর আজ়ম। দলের খারাপ খেলার পাশাপাশি বাবরের অধিনায়কত্ব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। জল্পনা শুরু হয়েছে যে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়তে হবে বাবরকে। তিনি কি নিজে অধিনায়কত্ব ছাড়তে চান? ইডেন গার্ডেন্স ছাড়ার আগে এই প্রশ্নের জবাব দিয়ে গেলেন পাকিস্তানের অধিনায়ক।

Advertisement

ইডেনে ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরেছে পাকিস্তান। ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতেছে তারা। ম্যাচ শেষে অধিনায়কত্ব নিয়ে বাবর বলেন, ‘‘বিশ্বকাপে আমরা অনেক গুলো ভুল করেছি। সেই সব ভুল শোধরাতে হবে। তবে কিছু ইতিবাচক দিকও দেখা গিয়েছে। সেই সব নিয়ে আলোচনা করব। এখনও অধিনায়ক থাকতে চাই। আমার অভিজ্ঞতা দিয়ে আবার নতুন করে একটা ভাল দল তৈরি করতে চাই।’’ বাবরের জবাব থেকে পরিষ্কার, তিনি নিজে নেতৃত্ব ছাড়ার বিষয়ে কিছু ভাবছেন না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে নিয়ে কী ভাবছে তা এখনও নিশ্চিত নয়।

চলতি বিশ্বকাপে খারাপ খেলার জন্য একটি ম্যাচকে দায়ী করেছেন বাবর। পাক অধিনায়কের মতে, দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ছবিটা অন্য রকম হত। বাবর বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার কাছে হার সব বদলে দিল। ওই ম্যাচটা জিততে পারলে ছবিটা অন্য রকম হত। তার আগে আমরা ভাল খেলছিলাম। ওই একটা হার আমাদের মনোবলে বড় ধাক্কা দেয়।’’

তবে বাবর স্বীকার করে নিয়েছেন যে তাঁরা ক্রিকেটের তিনটি বিভাগেই অনেক ভুল করেছেন। তার খেসারত দলকে দিতে হয়েছে। বাবর বলেন, ‘‘আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অনেক ভুল করেছি। এই সত্যি কথাটা স্বীকার করতেই হবে। প্রতি ম্যাচে ২০-৩০ রান বেশি দিয়েছি। ক্যাচ ফস্কেছি। স্পিনারেরা মাঝের ওভারে উইকেট নিতে পারেনি। মাঝের ওভারে উইকেট নিতে না পারলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় জেতা কঠিন। সেই সব ভুল শোধরাতে হবে আমাদের।’’

২০১১ সালের বিশ্বকাপের পর থেকে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হল পাকিস্তান। এ বারের প্রতিযোগিতায় শেষ চারে যাওয়ার ব্যাপারে অনেকেই বাজি রেখেছিল পাকিস্তানের উপর। কিন্তু সবাইকে হতাশ করেছেন বাবরেরা। তার পরেও যে তিনি অধিনায়ক থাকতে চান তা স্পষ্ট করে দিয়েছেন বাবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement