IPL

মাঠেই পাঁচ বছরের বাচ্চার জীবন বাঁচালেন, নায়কের মর্যাদা পাচ্ছেন আইপিএলে দিল্লির ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজ়-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঘটতে পারত বড় বিপদ। পাওয়েল ঝুঁকি নিয়ে শেষ মুহূর্তে বিপদ এড়ান। দক্ষিণ আফ্রিকার আয়োজকদের তোলা হচ্ছে কাঠগড়ায়। উঠছে প্রশ্ন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৬:৩০
picture of IPL

মাঠে শিশুর জীবন বাঁচিয়ে নায়কের সম্মান পাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার। ছবি: টুইটার।

বাউন্ডারি বাঁচানোর জন্য দৌড়েছিলেন রভমান পাওয়েল। বাউন্ডারি লাইনের কাছে নিজের গতিও কমাতে পারেননি। তাতেই ঘটে যেতে পারত বড় বিপদ। সেই বিপদ এড়াতে গিয়ে আহত হলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক চার আটকাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের মারা বল ছুঁয়ে ফেলে বাউন্ডারি লাইনের দড়ি। বল ধরতে এগিয়ে আসে মাঠের বাইরে থাকা এক বল বয়। বয়স তার পাঁচ। শিশুটি পাওয়েলের এক দম সামনে চলে আসে। আর একটু হলে ধাবমান পাওয়েলের সঙ্গে সজোরে ধাক্কা লাগত একরত্তি ক্রিকেট শিক্ষার্থীর। গুরুতর আহত হওয়ার সম্ভাবনা ছিল আইপিএলে দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটারের।

Advertisement

শিশুটিকে বাঁচাতে উপস্থিত বুদ্ধি ব্যবহার করেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক।

সংঘর্ষ এড়াতে শেষ মুহূর্তে ঝুঁকি নিয়ে গতিপথ পরিবর্তন করেন পাওয়েল। তাতে শিশুটি রক্ষা পেলেও আঘাত থেকে নিজে বাঁচতে পারলেন না পাওয়েল। তিনি গিয়ে ধাক্কা খান মাঠের ধারে রাখা বিজ্ঞাপনের ইলেকট্রনিক্স বোর্ডে। শুধু তাই নয়। বিল বোর্ডের পিছনে রাখা ছিল সাউন্ড বক্স। বিজ্ঞাপনের বোর্ড টপকে সেই সাউন্ড বক্সের উপর গিয়ে পড়েন পাওয়েল। চোট পাওয়ায় সেখানেই পাওয়েলের শুশ্রূষা করতে হয়। বেশ কিছু ক্ষণ পরে মাঠে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক। ঘটনার ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়কের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। তাঁর দ্রুত চোট মুক্তির কামনা করেছেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ় টি-টোয়েন্টি ম্যাচটি ৬ উইকেটে হারলেও নায়কের মর্যাদা পাচ্ছেন পাওয়েল।

পাওয়েলের চোটের থেকেও বেশি আলোচনা হচ্ছে বল বয়ের বয়স নিয়ে। সাধারণত এত ছোট বয়সের ক্রিকেট শিক্ষার্থীদের বল বয় হিসাবে ব্যবহার করা হয় না। সেঞ্চুরিয়নের আয়োজকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। মাত্র পাঁচ বছরের শিশুকে কেন একটি আন্তর্জাতিক ম্যাচে বল বয়ের দায়িত্ব দেওয়া হল, তা নিয়ে আয়োজকদের বক্তব্য জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement