West Indies vs Bangladesh

বাংলাদেশের বিরুদ্ধে ১০ বছর পর এক দিনের সিরিজ়‌ জিতল ওয়েস্ট ইন্ডিজ়, জেতালেন কারা?

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে কোনও এক দিনের সিরিজ় জিতল ওয়েস্ট ইন্ডিজ়‌। মঙ্গলবার দ্বিতীয় এক দিনের ম্যাচে তারা জিতল সাত উইকেটে। সেই জয়ের নেপথ্যে কারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১১:৪২
cricket

ওয়েস্ট ইন্ডিজ়কে জেতালেন ব্রেন্ডন কিং। ছবি: সমাজমাধ্যম।

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে কোনও এক দিনের সিরিজ় জিতল ওয়েস্ট ইন্ডিজ়‌। মঙ্গলবার দ্বিতীয় এক দিনের ম্যাচে তারা জিতল সাত উইকেটে। বলে জেডন সিলস, ব্যাটে ব্রেন্ডন কিং জেতালেন ক্যারিবিয়ানদের। গত বছর এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়‌। তার পর থেকে দল গোছানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়‌ জয় তার প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে।

Advertisement

রবিবার যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই মঙ্গলবার খেলা হয়েছে। গড় স্কোর ৩০০। তবে প্রথম পাওয়ার প্লে-তে তিন উইকেট নিয়ে সিলস বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। পরের দিকে এসে ক্রিজ়‌ে জমে যাওয়া ব্যাটার মাহমুদুল্লাকে (৬২) ফেরান। ৯ ওভারে ২২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২২৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

রান তাড়া করতে কোনও অসুবিধাই হয়নি ওয়েস্ট ইন্ডিজ়‌ের। দুই ওপেনার কিং এবং এভিন লিউইস ২১ ওভারেই ১০৯ রান তুলে দেন। লিউইস (৪৯) ফেরার পর কেসি কার্টির (৪৫) সঙ্গে জুটি বাধেন কিং। তিনি ৮২ রান করেছেন। শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ়কে জিতিয়ে দেন অধিনায়ক শে হোপ (অপরাজিত ১৭) এবং শেরফানে রাদারফোর্ড (অপরাজিত ২৪)।

ম্যাচের পর ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, “বোলারেরা আবার আমাদের জেতাল। এ ভাবেই প্রতিটা ম্যাচে উন্নতি করতে করতে এগিয়ে যেতে হবে আমাদের। ঘরের মাঠে এত দিন সিরিজ়‌ জিততে পারছিলাম না। এ বার ৩-০ করার চেষ্টা করব।”

Advertisement
আরও পড়ুন