Dwayne Bravo

T20 World Cup 2021: এই বিশ্বকাপই শেষ, আন্তর্জাতিক মঞ্চে আর বাজবে না ডিজে ব্র্যাভো

গত বারের টি২০ বিশ্বকাপজয়ীরা এ বার বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্র্যাভো।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৫:৩৮
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্র্যাভো।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ব্র্যাভো। —ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সময়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন ডোয়েন জন ব্র্যাভো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবার খেলতে নামবেন তিনি। সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ। টি২০ বিশ্বকাপের পর আর দেখা যাবে না ব্র্যাভোকে।

গত বারের টি২০ বিশ্বকাপজয়ীরা এ বার বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্র্যাভো। বিশ্বকাপ জয়ের পর মাঠের বাইরেও বিখ্যাত হয়ে যান তিনি। ব্যাটে, বলে সাবলীল ব্র্যাভোর হাতে উঠে আসে মাইক। তাঁর ‘চ্যাম্পিয়ন’ গান ছড়িয়ে পরে সারা বিশ্বে। ব্র্যাভো পরিচিত হয়ে যান ‘ডিজে ব্র্যাভো’ নামে।

আন্তর্জাতিক মঞ্চে এখনও অবধি ৯০টি টি২০ ম্যাচ খেলেছেন ব্র্যাভো। তাঁর ঝুলিতে রয়েছে ১২৪৫ রান এবং ৭৮টি উইকেট। ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে খেলেছেন ৪০টি টেস্ট এবং ১৬৪টি এক দিনের ম্যাচ। টেস্ট ক্রিকেটে তিনটি শতরান-সহ ২২০০ রান করেছেন ব্র্যাভো। এক দিনের ক্রিকেটে করেছেন ২৯৬৮ রান। রয়েছে দু’টি শতরানও। এক দিনের ক্রিকেটে ১৯৯টি উইকেট রয়েছে তাঁর। টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৮৬টি উইকেট।

Advertisement

আইপিএল-এ চেন্নাই দলের হয়ে দীর্ঘ দিন খেলেছেন ব্র্যাভো। মাঝে গুজরাত লায়ন্সের হয়েও খেলেছেন। আইপিএল-এ এখনও অবধি ১৫১টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৫৩৭ রান এবং ১৬৭টি উইকেট। দীর্ঘ কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ব্র্যাভো। শনিবার মেরুন জার্সি পরে শেষ বার দেখা যাবে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement