india cricket

Virat Kohli: ব্যাটিং গড়ে বিরাট পতন, ৫ বছরে প্রথম বার টেস্টে গড় নামল ৫০-এর নীচে

বেঙ্গালুরুতে দু’ইনিংসেই একই ভঙ্গিতে আউট হন কোহলী। স্পিনারকে পিছনের পায়ে খেলতে গিয়ে উইকেট দিয়ে ফেরেন তিনি। কোহলীর আউট হওয়ার ধরনে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর মতে, যত দিন না এই ধরনের শট খেলা কোহলী বন্ধ করবেন তত দিন তিনি বার বার আউট হবেন। কোহলীকে সামনের পায়ে খেলার পরামর্শ দিয়েছেন গাওস্কর। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১০:০৯
ব্যাটিং গড় কমল কোহলীর

ব্যাটিং গড় কমল কোহলীর ফাইল চিত্র।

বেঙ্গালুরু টেস্টে দু’ইনিংসেই অল্প রানে আউট হয়ে গিয়েছেন বিরাট কোহলী। ৮৪২ দিন ধরে তাঁর ব্যাটে শতরান নেই। তার ফলে ৫ বছরে প্রথম বার টেস্টে কোহলীর ব্যাটিং গড় নামল ৫০-এর নীচে। এখনও পর্যন্ত ১০১ টেস্টে ৮০৪৩ রান করেছেন কোহলী। গড় ৪৯.৯৫।

দ্বিতীয় টেস্টে দু’ইনিংস মিলিয়ে ৪৩ রান করতে পারলেই কোহলীর ব্যাটিং গড় ৫০-এর উপরে থাকত। কিন্তু প্রথম ইনিংসে ২৩ রান করে আউট হন কোহলী। দ্বিতীয় ইনিংসে করেন ১৩। অর্থাৎ দু’ইনিংস মিলিয়ে মাত্র ৩৬ রান করেন তিনি। তার ফলেই কোহলীর ব্যাটিং গড় ৫০-এর নীচে নেমে যায়। এর আগে মোহালিতেও শততম টেস্টে প্রথম ইনিংসে ৪৫ রান করেন কোহলী। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামেনি ভারত

Advertisement

২০১৯ সালের নভেম্বর মাসে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শেষ বার শতরান করেছিলেন কোহলী। তার পর থেকে আর তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি তিনি। ২০২০ সাল থেকে ১৭ টেস্টে মাত্র ২৮.০৩ গড়ে রান করেছেন কোহলী। ২০২০ সালে ৩ টেস্টে ৭৪, ২০২১ সালে ১১ টেস্টে ৫৩৬ ও ২০২২ সালে এখনও পর্যন্ত ৩ টেস্টে ১৮৯ রান করেছেন তিনি।

বেঙ্গালুরুতে দু’ইনিংসেই একই ভঙ্গিতে আউট হন কোহলী। স্পিনারকে পিছনের পায়ে খেলতে গিয়ে উইকেট দিয়ে ফেরেন তিনি। কোহলীর আউট হওয়ার ধরনে বিরক্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর মতে, যত দিন না এই ধরনের শট খেলা কোহলী বন্ধ করবেন তত দিন তিনি বার বার আউট হবেন। কোহলীকে সামনের পায়ে খেলার পরামর্শ দিয়েছেন গাওস্কর।

Advertisement
আরও পড়ুন