IPL 2025

ঘরের মাঠে অর্ধশতরান কোহলির, আইপিএলে ৫০ করে বাবরের রেকর্ড ভাঙলেন বিরাট

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আইপিএলে দাপট দেখাচ্ছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড গড়লেন কোহলি। টপকে গেলেন বাবরকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১১:০৫
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বাবর আজ়মের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও ক্রিকেটের এই ফরম্যাটে দাপট দেখাচ্ছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড গড়লেন কোহলি। টপকে গেলেন বাবরকে।

Advertisement

বৃহস্পতিবার বেঙ্গালুরুর মাঠে অর্ধশতরান করলেন কোহলি। তাঁর ৪২ বলে ৭০ রানের দাপটে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০৫ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির স্ট্রাইক রেট ছিল ১৬৬.৬৭। এ বারের আইপিএলে ঘরের মাঠে এটাই তাঁর প্রথম অর্ধশতরান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে এটা কোহলির ৬২তম অর্ধশতরান। এত দিন বাবরের সঙ্গে যুগ্ম ভাবে এক নম্বরে ছিলেন তিনি। দু’জনেই ৬১টি করে অর্ধশতরান করেছিলেন। সেই সংখ্যা টপকে গেলেন কোহলি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম জফ্রা আর্চারের বলে আউট হন কোহলি। একে অপরের বিরুদ্ধে ১১ বার মুখোমুখি হয়েছেন। ৮০ বলে কোহলি তাঁর বিরুদ্ধে ১০৩ রান করেছেন। আর্চার প্রথম বার কোহলিকে আউট করেন বৃহস্পতিবার। এ বারের আইপিএলে ৩৯২ রান করে ফেলেছেন কোহলি। কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৪.১১।

বৃহস্পতিবার ফিল সল্টের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কোহলি। পরে দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে গড়েন ৯৫ রানের জুটি। বেঙ্গালুরুর ২০৫ রানের জবাবে রাজস্থান শেষ হয়ে যায় ১৯৪ রানে।

Advertisement
আরও পড়ুন