রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ঘরের মাঠে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে বিরাট কোহলির। আরও এক বার দেশের মাঠে বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। রবিবার ভারতের প্রথম প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কঠিন প্রতিপক্ষ হলেও ফুরফুরে মেজাজে রয়েছেন কোহলি। ম্যাচের আগের দিন দলের অনুশীলনে দেখা গেল সেই ছবি।
কোহলি আছেন কোহলিতেই। বিশ্বকাপে নিয়ে চাপের ছিটেফোঁটা নেই কোহলির মধ্যে। সতীর্থদের সঙ্গে মজা করছেন। নিজের মতো সকলকে চাপমুক্ত রাখার চেষ্টা করছেন তিনি। প্রাক্তন অধিনায়ক ভাল করেই জানেন, চাপমুক্ত থাকলেই সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারবেন সতীর্থরা। তাই চেষ্টার কসুর করছেন না কোহলি।
এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ম্যাচে খেলেননি কোহলি। সতীর্থদের জন্য জল নিয়ে গিয়েছিলেন মাঠে। জলের বোতল হাতে তাঁর মজার দৌড় নজর কেড়ে নিয়েছিল ক্রিকেটপ্রেমীদের। শনিবারের অনুশীলনেও কোহলিকে আবার সে ভাবে দৌড়তে দেখা গেল। শুধু তাই নয় যশপ্রীত বুমরার সঙ্গে রসিকতায়ও মেতেছেন তিনি। কোহলির কীর্তি দেখে দলের কেউ হাসি চাপতে পারেননি। কঠোর অনুশীলনের মাঝে সতীর্থদের একরাশ আনন্দ উপহার দিয়েছেন কোহলি। তাঁর রসিকতার ভিডিয়ো ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
কোহলি জানেন সমর্থকদের প্রত্যাশার চাপ কেমন। তার উপর ঘরের মাঠে বিশ্বকাপে এক দিনের ক্রিকেট এক নম্বর দল হিসাবে শুরু করবে ভারত। ক্রিকেটপ্রেমীরা তাঁদের হাতে বিশ্বকাপ ছাড়া অন্য কিছু দেখতে চান না। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ কঠিন হয়। সেটা যদি বিশ্বকাপ এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হয়, তা হলে তো কথাই নেই। তাই দলের সবাইকে চাপমুক্ত রাখার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন প্রাক্তন অধিনায়ক।