অবশেষে টস জিতলেন কোহলী। ছবি: পিটিআই
সেমিফাইনালে যাওয়ার জন্য এখন শুধু জয় নয়, বিরাট ব্যবধানে জয় প্রয়োজন ভারতের। টসে সেই কথাই মনে করিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলী। স্কটল্যান্ডকে কম রানে আটকে রেখে বিরাট জয় চাইছে ভারত।
জন্মদিনে টস জিতলেন কোহলী। এ বারের বিশ্বকাপে প্রথম বার টস জিতে কোহলী বলেন, “আগে বল করব। শিশির বড় ভূমিকা নিতে পারে। বিপক্ষকে কম রানে আটকে রেখে বড় ব্যবধানে জিততে হবে আমাদের। জন্মদিনে প্রথম টস জয়। প্রথম ম্যাচটা জন্মদিনে খেলা হলেই বোধ হয় ভাল হত।”
প্রথম বল থেকে বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে চান কোহলী। তিনি বলেন, “প্রথম বল থেকে জয়ের তাগিদ দরকার। ২০ ওভার সেটা ধরে রাখতে হবে। সকলের থেকে সেই তাগিদটা দেখতে চাইব। সবাই অনেক বছর ধরে সেই কাজটাই করছে।”
স্কটল্যান্ডের বিরুদ্ধে দলের বাইরে শার্দূল ঠাকুর। তাঁর বদলে বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছে। তিন স্পিনার নিয়ে খেলতে নামল ভারত।