Virat Kohli

আইপিএলে একটিও ম্যাচ না খেলা ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি!

রবিবার পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। ম্যাচের পরেই পঞ্জাবের এক ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছেন কোহলি। সেই ক্রিকেটার আজ পর্যন্ত আইপিএলে একটিও ম্যাচ খেলেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:৪৪
cricket

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

এ বারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আট ম্যাচে ৩২২ রান করে ফেলেছেন। রবিবার পঞ্জাবের বিরুদ্ধে অপরাজিত থেকে দলকেও জিতিয়েছেন। ম্যাচের পরেই পঞ্জাবের এক ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিয়েছেন কোহলি। সেই ক্রিকেটার আজ পর্যন্ত আইপিএলে একটিও ম্যাচ খেলেননি।

Advertisement

তিনি হলেন মুশির খান। ভারতীয় ক্রিকেটার সরফরাজ় খানের ভাই। মহানিলামে ৩০ লাখ টাকায় তাকে কিনেছিল পঞ্জাব। কিন্তু এখনও খেলানোর জায়গা খুঁজে পায়নি। তবে মুশির বরাবরই কোহলির ভক্ত। নিজে একাধিক বার সে কথা স্বীকার করেছেন।

কোহলির কাছে ব্যাট পেয়ে তাই আপ্লুত মুশির। তিনি সমাজমাধ্যমে কোহলির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “ব্যাটের জন্য বিরাট ভাইয়াকে লক্ষ লক্ষ ধন্যবাদ এবং ভালবাসার জন্য কোটি কোটি ধন্যবাদ।”

কোহলির ব্যাট উপহার দেওয়ার ঘটনা নতুন নয়। অতীতে কেকেআরের রিঙ্কু সিংহকে ব্যাট উপহার দিয়েছিলেন তিনি। শাকিব আল হাসানের শেষ টেস্টের পর তাঁকেও একটি ব্যাট উপহার দিয়েছিলেন।

রবিবার ম্যাচের পর কোহলি জানিয়েছিলেন, আইপিএলের মহা নিলামটা দারুণ গিয়েছে তাদের। দলে অনেকটাই ভারসাম্য এসেছে। তিনি বলেছেন, “যে দল চেয়েছিলাম সেটাই পেয়েছি। দলের মালিকেরা জানতেন ঠিক কাদের আমরা চাই। আগের মরসুমে এগুলোই হচ্ছিল না। এ বার সব ঠিকঠাক চলেছে। আমাদের খেলা দেখেই সেটা বোঝা যাচ্ছে।”

সতীর্থ দেবদত্ত পাড়িক্কলকে নিয়েও উচ্ছ্বসিত ছিলেন তিনি। বলেছিলেন, “আমার মনে হয় দেবই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। এই পুরস্কার ওরই পাওয়ার কথা। জানি না আমি কেন পেলাম। আমি দরকারে রানের গতি বাড়াতে পারি। তবে বাকি ক্রিকেটারদের শক্তিটাও আমাকে জানতে হবে। একটা দিক আমি ধরে রাখলেই ম্যাচ আমাদের দিকে ঘুরে যাচ্ছে।”

Advertisement
আরও পড়ুন