Virat Kohli

অ্যাডিলেড টেস্টে বিতর্ক, মেজাজ হারালেন কোহলি, আম্পায়ারের সঙ্গে তর্ক বিরাটের

শনিবার অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে তৈরি হল বিতর্ক। তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্তে খুশি হতে পারেননি বিরাট কোহলি। মাঠের মধ্যেই তর্ক জুড়ে দিলেন আম্পায়ারের সঙ্গে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২১:০৩
cricket

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

শনিবার অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে তৈরি হল বিতর্ক। তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্তে খুশি হতে পারেননি বিরাট কোহলি। মাঠের মধ্যেই তর্ক জুড়ে দেন আম্পায়ারের সঙ্গে। তাতে অবশ্য লাভ হয়নি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন মাঠের আম্পায়ার, যা দেখে একেবারেই খুশি হতে পারেননি কোহলি।

Advertisement

ঘটনাটি ঘটে মিচেল মার্শ ব্যাটিং করার সময়। রবিচন্দ্রন অশ্বিনের একটি বল লাগে মার্শের প্যাডে। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ নট আউটের সিদ্ধান্ত দেওয়ার পর ভারত ডিআরএস নেয়। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো একাধিক বার ভিডিয়ো দেখার পর জানান, তিনি এমন কোনও প্রমাণ পাননি যেখানে নিশ্চিত হতে পারেন বল সরাসরি প্যাডে লেগেছে। ফলে আউট দেননি। তবে রিপ্লে-তে দেখা গিয়েছে, একসঙ্গে দু’টি আওয়াজ হয়েছে। বল এবং ব্যাট একই সঙ্গে প্যাডে লেগেছে।

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি কোহলি। তিনি রেগে যান মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের উপরে। কোহলির কথা ধরা পড়েছে স্টাম্প মাইকে। তিনি বলেছেন, “কেএল-এর সঙ্গে পার্‌থে একই জিনিস হয়েছিল।”

পার্‌থ টেস্টে কেএল রাহুলকে বিতর্কিত আউট দেওয়া হয়েছিল। স্নিকোমিটারে যে আঁচড় ধরা পড়েছিল, সেখানে বোঝার উপায় ছিল না ব্যাটে বল লেগেছে না কি সেটি ব্যাটের সঙ্গে প্যাডের স্পর্শ হওয়ার আওয়াজ। সে বার রাহুলকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে শনিবার মার্শ বেঁচে যান।

Advertisement
আরও পড়ুন