—ফাইল চিত্র
বেশ কিছু বছর ধরে শতরান নেই বিরাট কোহলীর ব্যাটে। শেষ বার শতরান এসেছিল ইডেনেই। সেই ইডেনেই এ বার আইপিএলের প্লে-অফ খেলতে নামবেন প্রাক্তন ভারত অধিনায়ক। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের আগে আশার কথা শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বললেন, “রোহিত, বিরাট বড় মাপের ক্রিকেটার। ওরা ঠিক ছন্দ খুঁজে পাবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মাঝে মাঝে এরকম হতেই পারে।” সৌরভের কাছে জানতে চাওয়া হয় ঋষভ পন্থ সম্পর্কেও। আইপিএলে বার বার ডিআরএস নিয়ে সমস্যায় পড়েছেন তরুণ উইকেটরক্ষক। কখনও নিশ্চিত আউটে ডিআরএস নেননি, আবার কখনও ভুল ডিআরএস নিয়েছেন। সৌরভ বললেন, “খেলতে গেলে ভুল হবেই। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে পন্থের তুলনা করা উচিত নয়। ধোনির অভিজ্ঞতা অনেক। পন্থকে সেই সময়টা দিতে হবে।”
এ বারের আইপিএলে বেশ কিছু নতুন ক্রিকেটার নজর কেড়েছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, “তিলক বর্মা, উমরান মালিক, আবেশ খান, মহসিন খানরা ভাল খেলেছে।” প্রতি আইপিএল থেকেই এমন কিছু ভবিষ্যতের ক্রিকেটার উঠে আসা নিয়ে খুশি সৌরভ।
একটি ধূপ বিপণন সংস্থার অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন সৌরভ। সেখানেই ভারতীয় দলের দুই ক্রিকেটার সম্পর্কে আশ্বাস দেন তিনি।