IPL 2022

IPL 2022: বৃষ্টি নিয়ে কোনও দুশ্চিন্তা করছি না, থামলেই খেলা শুরু হয়ে যাবে: বোর্ড সভাপতি সৌরভ

প্লে-অফের ম্যাচে বৃষ্টি নিয়ে ভাবছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনের যা ব্যবস্থা রয়েছে তাতে বৃষ্টি নিয়ে কোনও চিন্তা করছেন না তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১৪:৩১

—ফাইল চিত্র

মঙ্গলবার ইডেনে আইপিএলের প্লে-অফে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। দুপুরে বৃষ্টি পড়ায় অনেকের আশঙ্কা ম্যাচের সময় এমন হলে কী হবে? ভারতীয় বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও খুব চিন্তিত নন। ম্যাচ না হওয়ার কোনও কারণ দেখছেন না তিনি।

ম্যাচের সময় বৃষ্টি হলে কী হবে সেই নিয়ে সৌরভকে জিজ্ঞেস করায় হাসতে হাসতে তিনি বললেন, “বৃষ্টি থামলেই খেলা শুরু করে দেওয়া যাবে। ভাল ত্রিপল দিয়ে মাঠ ঢাকা আছে। কোনও চিন্তা নেই।” এর আগে ২০১৬ সালে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের সময় দেখা গিয়েছিল বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই খেলা শুরু করে দেওয়া গিয়েছে। সেই কথাই শনিবার মনে করিয়ে দিয়েছিলেন সিএবি প্রধান অভিষেক ডালমিয়া। তিনিও বলেছিলেন, “নতুন ত্রিপল কেনা হয়েছে। কোনও ফুটো নেই। বৃষ্টি থামলেই খেলা শুরু করে দেওয়া যাবে।”

Advertisement

মঙ্গলবারের ম্যাচ যে জিতবে আইপিএলের ফাইনালে পৌঁছে যাবে সেই দল। গুজরাত এবং রাজস্থানের সেই লড়াই দেখার জন্য ইডেন যে ভরে যাবে তার আন্দাজ পাওয়া গিয়েছে টিকিটের চাহিদা দেখে। কিন্তু বৃষ্টির জন্য খেলা না হওয়ার আশঙ্কা রয়েছে দর্শকের মনে। সেই আশঙ্কা যদিও উড়িয়ে দিচ্ছেন সৌরভ।

Advertisement
আরও পড়ুন