Vinod Kambli

১৫ হাজার টাকার জন্য কাড়া হয়েছে কাম্বলির ফোন, ১৮ লাখ বকেয়া, হারাতে পারেন বাড়িও

বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিনোদ কাম্বলি। সে দিনই জানা গিয়েছে, ১৫ হাজার টাকা দিতে না পারায় কেড়ে নেওয়া হয়েছে কাম্বলির আই ফোন। এমনকি, ১৮ লক্ষ টাকা বকেয়া থাকায় হারাতে পারেন ফ্ল্যাটও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ২০:৪২
cricket

বিনোদ কাম্বলি। — ফাইল চিত্র।

বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিনোদ কাম্বলি। সে দিনই ভারতের প্রাক্তন ক্রিকেটারের আর্থিক দুরবস্থা নিয়ে জোড়া তথ্য প্রকাশ্যে এসেছে। মাত্র ১৫ হাজার টাকা দিতে না পারায় কেড়ে নেওয়া হয়েছে কাম্বলির আই ফোন। এমনকি, তিনি যে হাউজ়িং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণ বাবদ ১৮ লক্ষ টাকা বকেয়া। ফলে হারাতে পারেন ফ্ল্যাটও।

Advertisement

জানা গিয়েছে, গত ছ’মাস ধরে কাম্বলি ফোন ব্যবহার করছেন না। নিজের ফোন খারাপ হয়ে যাওয়ায় সারাতে দিয়েছিলেন। সারানোর খরচ বাবদ ১৫ হাজার টাকা দিতে পারছেন না। ফলে এখনও ফোন ফেরত পাননি।

শুধু তা-ই নয়, কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট জানিয়েছেন, তাঁরা যে হাউজ়িং সোসাইটিতে থাকেন সেখানে রক্ষণাবেক্ষণ বাবদ ১৮ লাখ টাকা বকেয়া রয়েছে। যে কোনও দিন সেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে আশঙ্কা রয়েছে তাঁর।

কাম্বলি এখন বোর্ডের থেকে মাসিক ৩০ হাজার টাকা পেনশন পান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা চালানোর খরচও ছিল না তাঁর। হাসপাতালের মালিক কাম্বলির অনুরাগী হওয়ায় বিনামূল্যে চিকিৎসা করেন। আগামী দিনেও তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আরও অনেক অনুরাগী এগিয়ে এসেছেন কাম্বলির সাহায্যার্থে। একটি রাজনৈতিক দলের তরফেও পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।

দু’সপ্তাহ ভর্তি থাকার পর বুধবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া হয় কাম্বলিকে। চারটে নাগাদ তিনি বেরিয়ে আসেন হাসপাতাল থেকে। মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল তাঁর। পাশাপাশি মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। আপাতত বিপদ নেই।

ভারতের এক দিনের দলের জার্সি পরে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। অনেক অনুরাগী অপেক্ষা করছিলেন বাইরে। কাম্বলি একটি ব্যাট হাতে তাঁদের সঙ্গে কিছু ক্ষণ ক্রিকেট খেলেন। কাম্বলির চিকিৎসক শৈলেশ ঠাকুর বলেছেন, “উনি ভাল আছেন। আমি নিজেই বাড়িতে ছেড়ে এসেছি।”

Advertisement
আরও পড়ুন