Vijay Hazare trophy

হার দিয়ে শুরু, বিজয় হজারেতে মুম্বইয়ের সামনে উড়ে গেল বাংলা

বিজয় হজারের প্রথম ম্যাচে বাংলা হেরে গেল মুম্বইয়ের বিরুদ্ধে। ব্যাট হাতে রান পেলেন শুধু মনোজ তিওয়ারি। মুম্বইয়ের হয়ে অর্ধশতরান করলেন অজিঙ্ক রাহানে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৭:৩৯
মনোজ রান পেলেও বাংলা জিততে পারল না।

মনোজ রান পেলেও বাংলা জিততে পারল না। —ফাইল চিত্র

বাংলার ব্যাটিং বিভাগ ভেঙে পড়ল মুম্বইয়ের সামনে। বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচেই চিন্তার কারণ দেখা গেল ব্যাটিং নিয়ে। মনোজ তিওয়ারি ছাড়া কোনও ব্যাটার রান পেলেন না। মাত্র ১২১ রানে শেষ বাংলা। রাঁচীতে গ্রুপ পর্বের ম্যাচে মুম্বই সেই রান তুলে নিল ৮ উইকেট হাতে রেখে।

পিচে আর্দ্রতা ছিল। কিছুটা ঘাসও ছিল। এমন অবস্থায় টস জিতে বোলিং নেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে। বাংলার ওপেনিং নিয়ে সমস্যা দেখা গিয়েছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। এ বার ৫০ ওভারের ঘরোয়া প্রতিযোগিতায় অভিমন্যু ঈশ্বরনের সঙ্গী হিসাবে নেমেছিলেন ঋত্বিক চট্টোপাধ্যায়। কিন্তু তিনি মাত্র ১ রান করে আউট হয়ে যান। অভিমন্যু করেন ১২ রান। তিন নম্বরে নেমে অনুষ্টুপ মজুমদার করেন মাত্র ৯ রান। রান পাননি সায়ন শেখর মণ্ডলও। দু’রানের অঙ্কে পৌঁছতে পারেননি শাহবাজ় আহমেদ (১), ঋত্বিক রায়চৌধুরি (৩ রান), অগ্নিভ পান (৪ রান), প্রদীপ্ত প্রামাণিক (১ রান) এবং গীত পুরী (৯ রান)। মুকেশ কুমার অপরাজিত থাকেন ১০ রানে।

Advertisement

বাংলার রান একশো পার করার মূল কাণ্ডারি ছিলেন মনোজ। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ৬৪ বলে ৪৭ রান করেন। তিনি রান না পেলে আরও লজ্জার মুখে পড়তে হত বাংলার ব্যাটিংকে। মুম্বইয়ের হয়ে ৪ উইকেট নেন তানুশ কোটিয়ান।

মুম্বই মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের রান তুলে নেয়। ৫৯ রানে অপরাজিত রাহানে। ৭২ বলে ৫৯ রান করেন তিনি। ওপেনার পৃথ্বী শ (২৬ রান) এবং যশস্বী জয়সওয়াল (১০ রান) খুব বেশি রান না করলেও বাংলার রান টপকাতে কোনও অসুবিধাই হয়নি মুম্বইয়ের। ১৮ রান করে অপরাজিত থাকেন হার্দিক তামোর।

বাংলার পরের ম্যাচ রবিবার। মিজোরামের বিরুদ্ধে খেলবে বাংলা। মিজোরাম দলে রয়েছেন এ বছর বাংলা ছেড়ে যাওয়া শ্রীবৎস গোস্বামী।

আরও পড়ুন
Advertisement