নির্বাসিত প্যাটিনসন। ফাইল ছবি
বিপক্ষ ক্রিকেটারের ধৈর্যশীল ব্যাটিংয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন। তাই খেলা চলাকালীনই বোলিং করার সময় তাঁর দিকে বল ছুড়ে মারলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেমস প্যাটিনসন। ফলে বড় শাস্তিও পেতে হল তাঁকে।
বুধবার শেফিল্ড শিল্ডের ম্যাচে ভিক্টোরিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ম্যাচে নেমেছিলেন প্যাটিনসন। উল্টোদিকে ছিলেন ড্যানিয়েল হিউজ। তাঁর একটি বল হিউজ ডিফেন্ড করেছিলেন। সঙ্গে সঙ্গে বলটি তুলে নিয়ে সজোরে সেটি ব্যাটারের দিকে ছুড়ে মারেন প্যাটিনসন। সরাসরি সেই বল গিয়ে লাগে হিউজের পায়ে। তিনি খোঁড়াতে খোঁড়াতে পা চেপে বসে পড়েন। হাত তুলে প্যাটিনসন ক্ষমা চাইলেও লাভ হয়নি। পরে দুই ক্রিকেটারের কথা কাটাকাটিও হয়।
Ouch!
— cricket.com.au (@cricketcomau) November 8, 2021
Daniel Hughes 71* (283) continues to defy Victoria despite copping this throw from James Pattinson in the second session #SheffieldShield pic.twitter.com/ChTkupId1n
ওই ঘটনার ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে প্যাটিনসনের সম্পূর্ণ ম্যাচ ফি জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে তাঁকে। ফলে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলতে পারবেন না প্যাটিনসন।