অ্যালিসা হিলি। —ফাইল চিত্র।
মহিলাদের প্রিমিয়ার লিগে গত বুধবার মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়র্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মুম্বইয়ের ইনিংস চলার সময় নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। সোজা চলে যান পিচের কাছে। পরিস্থিতি বেগতিক দেখে ওয়ারিয়র্স অধিনায়ক অ্যালিসা হিলি নিজেই সেই ব্যক্তিকে সরিয়ে দেন।
ঘটনাটি ঘটেছে ওয়ারিসর্সের অঞ্জলি সরবাণীর বলে মুম্বইয়ের ব্যাটার সঞ্জীবন সঞ্জনা আউট হওয়ার পর। খেলার বন্ধ থাকার সময় এক ব্যক্তি চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠে ঢুকে পড়েন। সে সময় বিজ্ঞাপনের বিরতি চলায় টেলিভিশনে ঘটনাটি সম্প্রচারিত হয়নি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটি।
সেই ব্যক্তিকে পিচের দিকে এগিয়ে যেতে দেখে এগিয়ে যান হিলি নিজেই। তখনও তাঁর কাছে পৌঁছননি কোনও নিরাপত্তা কর্মী। অস্ট্রেলীয় উইকেটরক্ষক-ব্যাটার একাই দূরে সরিয়ে দেন সেই ব্যক্তিতে। পরে তাঁকে আটক করেন নিরাপত্তা কর্মীরা। ধৃতের আচরণ দেখে প্রাথমিক ভাবে মনে হয়েছিল, পিচের ক্ষতি করে ম্যাচ ভন্ডুল করে দেওয়ার লক্ষ্য থাকতে পারে। ঠিক কী কারণে সেই ব্যক্তি মাঠে ঢুকে সোজা পিচের কাছাকাছি চলে গিয়েছিলেন, তা জানা যায়নি।
এই ঘটনায় মহিলাদের প্রিমিয়ার লিগের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও হিলির সাহস প্রশংসিত হয়েছে। সে দিন মুম্বইয়ের বিরুদ্ধে এ বারের প্রতিযোগিতার প্রথম জয় পায় হিলির ওয়ারিয়র্স।