Women's T20 World Cup

সংযুক্ত আরব আমিরশাহিতে সরতে পারে মহিলাদের টি২০ বিশ্বকাপ, বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগে আইসিসি

তদারকি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এখনও সব কিছু স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইসিসি। প্রয়োজনে সংযুক্ত আরব আমিরশাহিতে সরানো হতে পারে প্রতিযোগিতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৪ ১৯:২৫
Picture of ICC Women T20 World Cup Trophy

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ছবি: এক্স (টুইটার)।

বাংলাদেশে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। তবে সেখানকার পরিস্থিতি উদ্বেগ বৃদ্ধি করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্তাদের। বিকল্প হিসাবে সংযুক্ত আরব আমিরশাহির কথা ভাবছে আইসিসি। প্রয়োজনে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে প্রতিযোগিতা।

Advertisement

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বারের প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশের পরিস্থিতি অস্থির। তদারকি সরকার দায়িত্ব নিলেও অনেক কিছুই স্বাভাবিক হয়নি এখনও। এই পরিস্থিতিতে বাংলাদেশে প্রতিযোগিতা আয়োজন ঝুঁকির হতে পারে বলে মনে করছেন আইসিসি কর্তারা। ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছেন তাঁরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আশাবাদী। তাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন আইসিসি কর্তাদের সঙ্গে। প্রতিযোগিতার চূড়ান্ত পরিকল্পনা তৈরির জন্য আইসিসির কাছে পাঁচ দিন সময় চেয়েছেন বিসিবি কর্তারা। অন্য দিকে, অনিশ্চয়তার কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা করে রাখতে চাইছেন আইসিসি কর্তাদের একাংশ।

সূত্রের খবর, ভারত আগ্রহ না দেখানোয় আইসিসি কর্তারা যোগাযোগ করেছেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট কর্তাদের সঙ্গে। বাংলাদেশে হরমনপ্রীত কৌরদের ২০ ওভারের বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে, আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে প্রতিযোগিতা। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়নি। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন আইসিসি কর্তারা।

প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ করেছিল আইসিসি। জয় শাহরা বৃষ্টির মরসুমে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে রাজি হননি। তা ছাড়া, আগামী বছর মহিলাদের এক দিনের বিশ্বকাপের আয়োজক ভারত। পর পর দু’বছর দু’টি বিশ্বকাপ আয়োজন করতে রাজি নন বিসিসিআই কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement