Lizards Found In Food

হস্টেলের খাবারে টিকটিকি! খেয়ে লাতুরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ৫০ জন ছাত্রী

শনিবার রাতেই প্রায় ৫০ জন ছাত্রীকে কাছের হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পর্যবেক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১১:৩০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

হস্টেলের খাবার খেয়ে ছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের লাতুরে। প্রায় ৫০ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার পর হস্টেলে তৈরি খাবার পরখ করে দেখা হয়েছে। তাতে টিকটিকি মিলেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাতুরের পুরনমল লাহোতি সরকারি পলিটেকনিক ছাত্রীবাসে এই ঘটনা হয়েছে। ছাত্রীদের অভিযোগ, শনিবার রাতে খাবার খাওয়ার পর তাঁদের শরীর খারাপ লাগতে শুরু করে। রাত ৯টা নাগাদ অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এর পর কয়েক জন ছাত্রী হস্টেলে রান্না হওয়া খাবার পরখ করে তাতে টিকটিকি খুঁজে পান।

শনিবার রাতেই প্রায় ৫০ জন ছাত্রীকে কাছের হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পর্যবেক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে। সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগেও স্কুলের মিড ডে মিল বা হস্টেলের খাবারে টিকটিকি মিলেছে। তা খেয়ে বহু ছাত্র-ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে।

Advertisement
আরও পড়ুন