ICC ODI World Cup 2023

৩ রেকর্ড: বিশ্বকাপে তৈরি হল অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে

গ্লেন ম্যাক্সওয়েলের কাছে হেরেছে আফগানিস্তান। ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ তৈরি হয়েছে তিনটি রেকর্ড। কী কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৫:৫৪
odi world cup

আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের পরে গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: পিটিআই

গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৯২ রান তাড়া করতে নেমে একাই ২০১ রানের ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। তা-ও আবার মাত্র ১২৮ বলে। এই ম্যাচে বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাক্সওয়েল। কিন্তু তার বাইরে গিয়েও তিনটি দলগত রেকর্ড হয়েছে এই ম্যাচে।

Advertisement

বিশ্বকাপের ইতিহাসে আফগানিস্তানের সর্বাধিক রান: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯১ রান করেছে আফগানিস্তান। ১২৯ রান করেছেন দলের ওপেনার ইব্রাহিম জাদরান। বিশ্বকাপের ইতিহাসে এটি আফগানিস্তানের করা সর্বাধিক রান।

সর্বাধিক রান তাড়া করে জয় অস্ট্রেলিয়ার: বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে বিশ্বকাপে কখনও ২৮৭ রানের বেশি তাড়া করতে পারেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। কিন্তু ওয়াংখেড়েতে রেকর্ড করেছে তারা।

সর্বাধিক রানের জুটি: অষ্টম উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রানের জুটি গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স। ২০২ রান যোগ করেন তাঁরা। এই জুটি শুধু অস্ট্রেলিয়ার হয়ে নয়, এক দিনের ক্রিকেটে অষ্টম উইকেটে সর্বাধিক রানের জুটি।

Advertisement
আরও পড়ুন