BGT 2024-25

কে বল করছে সেটা নিয়ে আমাদের প্রজন্ম ভাবে না, বলে দিলেন অ্যাডিলেডে ব্যর্থ হওয়া শুভমন

ম্যাচের আগের দিন অনুশীলনে আসেননি ফর্মে না থাকা রোহিত। ভারতীয় দলের অধিনায়কের অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভমন তা উড়িয়ে দিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

শনিবার থেকে ব্রিসবেনে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট হেরে চাপে রয়েছে ভারতীয় দল। কোচ গৌতম গম্ভীরকে ভাবাচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিংও। তবে প্যাট কামিন্সদের বাড়তি সমীহ করতে নারাজ ভারতীয় শিবির।

Advertisement

ম্যাচ শুরুর আগের দিন ভারতীয় শিবিরের পক্ষ থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শুভমন গিল। নানা প্রশ্নের মুখে সোজা ব্যাটে খেললেন তিনি। আগের অস্ট্রেলিয়া সফরে গাব্বায় ৯১ রানের ইনিংস খেলেছিলেন শুভমন। এ বার ভাল কিছুর আশায় রয়েছেন তিনি। পিচ দেখে ভাল বলেই মনে হয়েছে ভারতীয় শিবিরের। তাঁর দাবি, এখনকার প্রজন্মের ব্যাটারদের প্রতিপক্ষ বোলারের নাম শুনিয়ে ঘাবড়ে দেওয়া যায় না। পিছিয়ে থেকে সিরিজ়ে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। কামিন্সদের কি বাড়তি সমীহ করছেন? শুভমনের জবাব, ‘‘কখনও না জিতলে একটা ভয় থাকে। আমরা কিন্তু এখানে শেষ বার সিরিজ় জিতেছিলাম। ভারতেও ওদের হারিয়েছি। কে বল করছে, তা নিয়ে এখনকার প্রজন্মের ব্যাটারেরা ভাবে না। শুধু বল বুঝে খেলার চেষ্টা করে।’’

দিন-রাতের টেস্টে হার মাথায় রাখতে চাইছেন না শুভমনেরা। তিনি বলেছেন, ‘‘গোলাপি বলের টেস্ট আলাদা। একটু শক্ত হয় বলগুলো। আমরা লাল বলে অনেক বেশি স্বচ্ছন্দ। তা ছাড়া রাতে খেলাও তুলনায় কঠিন। বোলার কী ভাবে বল ধরেছে, তা ঠিক মতো দেখা যায় না।’’ অ্যাডিলেডের হারকে গুরুত্ব না দিলেও ব্রিসবেন টেস্ট নিয়ে সতর্ক শুভমন। ভারতের তরুণ ব্যাটার বলেছেন, ‘‘এই মাঠে খেলা বেশ চ্যালেঞ্জের। আগে যে সব ম্যাচ হয়েছে, সেগুলির অধিকাংশেই ভাল লড়াই হয়েছে। এখানে ভাল ফল করার জন্য মানসিক এবং শারীরিক সক্ষমতার প্রয়োজন। চ্যালেঞ্জিং হলেও প্রথম ৩৫ ওভারের পর ব্যাট করা কঠিন হয় না।’’

শুক্রবার অনুশীলন করেননি অধিনায়ক রোহিত। সংবাদমাধ্যমের সামনেও আসেননি। তা নিয়ে প্রশ্ন করা হলে শুভমন বলেছেন, ‘‘অনুশীলন বাধ্যতামূলক ছিল না, ঐচ্ছিক ছিল। তা ছাড়া গত কয়েক দিন রোহিত প্রচুর অনুশীলন করেছে।’’ ফর্মে না থাকা রোহিত ম্যাচের আগের দিন কেন অনুশীলনে আসেননি, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। শুভমন সোজা ব্যাটে সেই সব জল্পনা উড়িয়ে দিলেন।

Advertisement
আরও পড়ুন