দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উল্লাস। ছবি: রয়টার্স।
১৫৩ রানে ৪ উইকেট থেকে ১৫৩ রানে অলআউট। ক্রিজে বিরাট কোহলি, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজার মতো ব্যাটার থাকা সত্ত্বেও বুধবার এমনই পরিস্থিতি দেখতে হল ভারতকে। দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপটে ভারতীয় ব্যাটারেরা আয়ারাম-গয়ারামে পরিণত হলেন। মাত্র ১১ বলের ব্যবধানে ৬ উইকেট পড়ে গেল। ধ্বংসাত্মক সেই ১১টি বলের বর্ণনা দিল আনন্দবাজার অনলাইন।
৩৩.১: এনগিডির বলে অতিরিক্ত বাউন্স। শর্ট লেংথে বল। রাহুল সাহসী হয়ে আপার কাট মারতে গেলেন। ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হল না। ব্যাটের কানায় লেগে বল গেল উইকেটকিপার কাইল ভেরেনের হাতে। হতাশ রাহুল মাথা নাড়তে নাড়তে ফিরে গেলেন।
৩৩.২: এনগিডির রাউন্ড দ্য উইকেট বল। শর্ট বল লাফিয়ে উঠল। কোনও মতে বাঁচলেন জাডেজা।
৩৩.৩: আবার শর্ট লেংথে এনগিডির বল পড়ে লাফিয়ে উঠল। জাডেজা ফ্লিক করতে গিয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে চলে গেল গালিতে দাঁড়িয়ে থাকা জানসেনের দিকে। তিনি সামনে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করলেন।
৩৩.৪: এনগিডির সোজা বল বুমরাকে। সোজা ব্যাটে খেলে বল আটকে দিলেন তিনি।
৩৩.৫: এনগিডির ব্যাক অফ দ্য লেংথ বল ছিল। আবার বল লাফিয়ে উঠল। বুমরার কাছে বল রক্ষণ করার মতো সময় ছিল না। তিনি কোনও মতে ব্যাট আড়াআড়ি চালাতে গেলেন। বল ব্যাটের কানায় লেগে উড়ে গেল গালির দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা জানসেন সহজেই তালুবন্দি করলেন।
৩৩.৬: এনগিডির বল সোজাসুজি উইকেট লক্ষ্য করে ছিল। সিরাজ বলের লাইনে গিয়ে রক্ষণ করলেন। মেডেন-সহ তিন উইকেট নিলেন এনগিডি।
৩৪.১: কাগিসো রাবাডার বলে ড্রাইভ করতে গিয়েছিলেন কোহলি। কিন্তু ব্যাটে-বলে সংযোগ হয়নি। ব্যাটের পাশ দিয়ে বল উইকেটকিপারের হাতে চলে যায়।
৩৪.২: অফস্টাম্পের বাইরে বল ছিল। কোহলি আবার জোরে ড্রাইভ করতে গিয়েছিলেন। এ বার সময়ে ভুল হল। ব্যাটের কানায় বল গেল দ্বিতীয় স্লিপের উদ্দেশে। সেখানে দাঁড়িয়ে থাকা মার্করাম ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিলেন। ক্যাচটি ঠিকঠাক ছিল না তা রিভিউ করে দেখা হল। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখলেন।
৩৪.৩: রাবাডার ফুল লেংথে বল ছিল অফস্টাম্পের বাইরে। পয়েন্টের দিকে ঠেললেন প্রসিদ্ধ কৃষ্ণ। কোনও রান হল না।
৩৪.৪: রাবাডার ফুল লেংথে বল মিড-অনের দিকে খেললেন প্রসিদ্ধ। উল্টো দিকে থাকা সিরাজ বলের দিকে না তাকিয়েই দৌড় শুরু করলেন। মাঝ পিচে পৌঁছনোর পর তাঁকে ফেরত পাঠালেন প্রসিদ্ধ। মিড অনে থাকা বার্গার বল ধরে দৌড়ে এসে উইকেট ভেঙে দিলেন। সিরাজ ঘুরে দাঁড়িয়ে প্রসিদ্ধের উদ্দেশে কিছু বললেনও।
৩৪.৫: আবার অফস্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি। প্রসিদ্ধ সোজাসুজি ব্যাট চালালেন। বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপের থাকা মার্করামের হাতে জমা পড়ল।