India tour of Australia 2024

দলের সঙ্গে এখনই অস্ট্রেলিয়া যাচ্ছেন না রোহিত, প্রথম ম্যাচে খেলবেন তো?

২২ নভেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। তার আগে অস্ট্রেলিয়া যেতেই পারেন রোহিত। কিন্তু দলের সঙ্গে যাওয়া হচ্ছে না তাঁর। এক সংবামাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২২:৪৭
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এখনই অস্ট্রেলিয়া যাচ্ছেন না রোহিত শর্মা। ২২ নভেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। তার আগে অস্ট্রেলিয়া যেতেই পারেন রোহিত। কিন্তু দলের সঙ্গে যাওয়া হচ্ছে না তাঁর। এক সংবামাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Advertisement

রবিবার এবং সোমবার ভারতীয় দলের ভাগে ভাগে অস্ট্রেলিয়া যাওয়ার কথা। রোহিত দলের সঙ্গে যাবেন না বলেই জানা গিয়েছে। বোর্ডের এক কর্তা বলেন, “রোহিত এখনই অস্ট্রেলিয়া যাচ্ছে না। তবে প্রথম টেস্ট খেলবে না এমন নয়। ও পরের সপ্তাহে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারে।”

প্রথমে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচটি রোহিত খেলবেন না বলে শোনা গিয়েছিল। নিজেও জানিয়েছিলেন, তিনি ওই ম্যাচের জন্য অনিশ্চিত। শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবারের বৈঠকের পর রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা গিয়েছিল। সেই সঙ্গে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের অনেকে রওনা দেবেন। সেই দলের সঙ্গেই রোহিত অস্ট্রেলিয়া যেতে পারেন। কিন্তু তা হচ্ছে না।

রোহিত ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন না বলে জানিয়েছিলেন। যা নিয়ে বিরক্ত ছিলেন সুনীল গাওস্কর। তিনি বলেছিলেন, “অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তা হলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজ়ের জন্যই বুমরাকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজ়ের মাঝে দলে যোগ দিলে শুধুমাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।”

আরও পড়ুন
Advertisement