Ravichandran Ashwin

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হারের এক সপ্তাহ পরেও তা ভুলতে পারছেন না অশ্বিন, শিউরে উঠছেন স্পিনার

এক সপ্তাহ পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হারের কথা মনে পড়তেই শিউরে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন। এখনও বিশ্বাস করতে পারছেন না ভারতীয় স্পিনার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:১৩
Ravichandran Ashwin

রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।

গত রবিবার লজ্জার মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে সিরিজ় হেরেছিল। এক সপ্তাহ পর সেই হারের কথা মনে পড়তেই শিউরে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন। এখনও বিশ্বাস করতে পারছেন না ভারতীয় স্পিনার।

Advertisement

প্রথম বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ় হেরেছে ভারত। যদিও সাদা বলের ক্রিকেটে ফিরতেই ভারত আবার দাপট দেখাতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে হেলায় উড়িয়ে দিয়েছে। কিন্তু অশ্বিন এখনও হারের ধাক্কা সামলে উঠতে পারেননি। তিনি বলেন, “নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আমরা ০-৩ হেরেছি। এটা একটা ধাক্কা। পড়ছিলাম ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমনটা কখনও হয়নি। কী ভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করব জানি না। খেলার সময় কোনও আবেগ কাজ করে না। কিন্তু এই টেস্ট সিরিজ় হারের পর আমি কেঁপে গিয়েছি। মনে হয় এটাই সঠিক শব্দ আমার অনুভূতি বোঝানোর জন্য। ম্যাচের পর দু’তিন দিন আমি বুঝতে পারছিলাম না কী বলব।”

কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং বার বার ব্যর্থ হয়েছে। তবে অশ্বিন নিজেকেও দায়ী করছেন। তিনি বলেন, “আমি প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি সব সময়ই নিজেকে দায়ী করি। এই সিরিজ় হারের অন্যতম কারণ আমি। ব্যাট হাতে লোয়ার অর্ডারে রান করতে পারিনি। বোলার হিসাবে আমি জানি, লোয়ার অর্ডারের করা রান কতটা গুরুত্বপূর্ণ। ভাল শুরু করেও উইকেট দিয়ে এসেছি। আমি নিজের সেরাটাই দিয়েছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।”

২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু হবে। প্রথম ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইবে ভারত। সেখানে অশ্বিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

আরও পড়ুন
Advertisement