T20 World Cup 2022

অবশেষে দলে আসবেন পন্থ? বাংলাদেশের বিরুদ্ধে কী হতে পারে রোহিতদের প্রথম একাদশ?

দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলে বদল করে সমস্যায় পড়েছে ভারত। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধেও দলে বদল হতে পারে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১২:৫২
০১ ১২
বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে জেতার পর হঠাৎই ধাক্কা খেতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে দল। বাংলাদেশ এবং জ়িম্বাবোয়েকে হারালে সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলে বদল করে সমস্যায় পড়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধেও দলে বদল হতে পারে।

বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে জেতার পর হঠাৎই ধাক্কা খেতে হয়েছে ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে দল। বাংলাদেশ এবং জ়িম্বাবোয়েকে হারালে সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দলে বদল করে সমস্যায় পড়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধেও দলে বদল হতে পারে।

০২ ১২
রোহিত শর্মা: ভারত অধিনায়ক নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার ব্যর্থ। কিন্তু রোহিতের ব্যাট চললে জয় আসার সম্ভাবনা রয়েছে। অধিনায়কের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই।

রোহিত শর্মা: ভারত অধিনায়ক নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার ব্যর্থ। কিন্তু রোহিতের ব্যাট চললে জয় আসার সম্ভাবনা রয়েছে। অধিনায়কের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই।

০৩ ১২
কেএল রাহুল: বিশ্বকাপে তিনটি ম্যাচেই ব্যর্থ তিনি। তবু তাঁর দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই। রাহুলকে আরও একটি ম্যাচে খেলতে দেখা যেতে পারে। এই ম্যাচে ছন্দে ফেরার সুযোগ তাঁর কাছে।

কেএল রাহুল: বিশ্বকাপে তিনটি ম্যাচেই ব্যর্থ তিনি। তবু তাঁর দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই। রাহুলকে আরও একটি ম্যাচে খেলতে দেখা যেতে পারে। এই ম্যাচে ছন্দে ফেরার সুযোগ তাঁর কাছে।

Advertisement
০৪ ১২
বিরাট কোহলি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান পাননি। তবে ছন্দে থাকা কোহলিকে বাদ বা বিশ্রাম দেওয়ার দুঃসাহস কেউই দেখাবেন না। ফলে তিনিও খেলছেন বাংলাদেশ ম্যাচে।

বিরাট কোহলি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান পাননি। তবে ছন্দে থাকা কোহলিকে বাদ বা বিশ্রাম দেওয়ার দুঃসাহস কেউই দেখাবেন না। ফলে তিনিও খেলছেন বাংলাদেশ ম্যাচে।

০৫ ১২
সূর্যকুমার যাদব: এই মুহূর্তে শুধু ভারতই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার। মাঝের সারিতে ভরসা দিতে জুড়ি নেই। শেষ দু’টি ম্যাচে অর্ধশতরান রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর সৌজন্যেই দল ভদ্রস্থ রান করে।

সূর্যকুমার যাদব: এই মুহূর্তে শুধু ভারতই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার। মাঝের সারিতে ভরসা দিতে জুড়ি নেই। শেষ দু’টি ম্যাচে অর্ধশতরান রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর সৌজন্যেই দল ভদ্রস্থ রান করে।

Advertisement
০৬ ১২
হার্দিক পাণ্ড্য: বল এবং ব্যাট, দু’টিতেই ভরসা দিচ্ছেন হার্দিক। পাকিস্তান ম্যাচের পর খুব বড় রান না করলেও, তাঁর জায়গা নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়।

হার্দিক পাণ্ড্য: বল এবং ব্যাট, দু’টিতেই ভরসা দিচ্ছেন হার্দিক। পাকিস্তান ম্যাচের পর খুব বড় রান না করলেও, তাঁর জায়গা নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়।

০৭ ১২
ঋষভ পন্থ: এখানেই দলের প্রথম বদল হতে পারে। দীনেশ কার্তিক আগের ম্যাচেই চোট পেয়েছেন। উইকেটকিপিং করার মতো অবস্থায় তিনি নেই। ফলে বিশ্বকাপে প্রথম বারের মতো পন্থের জায়গা মিলতে পারে।

ঋষভ পন্থ: এখানেই দলের প্রথম বদল হতে পারে। দীনেশ কার্তিক আগের ম্যাচেই চোট পেয়েছেন। উইকেটকিপিং করার মতো অবস্থায় তিনি নেই। ফলে বিশ্বকাপে প্রথম বারের মতো পন্থের জায়গা মিলতে পারে।

Advertisement
০৮ ১২
রবিচন্দ্রন অশ্বিন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রচুর মার খেয়েছেন। তবে অ্যাডিলেডের মাঠে স্পিনাররা একটু হলেও সাহায্য পেতে পারেন। মাঝের দিকের ওভারগুলিতে কম রান যাতে দেওয়া যায়, তার জন্যেই অশ্বিনকে নেওয়া হবে।

রবিচন্দ্রন অশ্বিন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রচুর মার খেয়েছেন। তবে অ্যাডিলেডের মাঠে স্পিনাররা একটু হলেও সাহায্য পেতে পারেন। মাঝের দিকের ওভারগুলিতে কম রান যাতে দেওয়া যায়, তার জন্যেই অশ্বিনকে নেওয়া হবে।

০৯ ১২
অক্ষর পটেল: দক্ষিণ আফ্রিকা ম্যাচে নেওয়া হয়েছিল দীপক হুডাকে। ব্যাট করলেও বল করেননি। বাংলাদেশের বিরুদ্ধে ফিরতে পারেন অক্ষর। বাংলাদেশের বাঁ হাতি ব্যাটারদের কথা ভেবেই ফেরানো হতে পারে তাঁকে।

অক্ষর পটেল: দক্ষিণ আফ্রিকা ম্যাচে নেওয়া হয়েছিল দীপক হুডাকে। ব্যাট করলেও বল করেননি। বাংলাদেশের বিরুদ্ধে ফিরতে পারেন অক্ষর। বাংলাদেশের বাঁ হাতি ব্যাটারদের কথা ভেবেই ফেরানো হতে পারে তাঁকে।

১০ ১২
ভুবনেশ্বর কুমার: সুইংয়ের সাহায্যে বাংলাদেশের টপ অর্ডারকে কাঁপিয়ে দিতে পারেন। অ্যাডিলেডের মাঠেও তাঁর বোলিং ক্ষুরধার হতে পারে। তাঁকে সামলানো সহজ হবে না শাকিবদের।

ভুবনেশ্বর কুমার: সুইংয়ের সাহায্যে বাংলাদেশের টপ অর্ডারকে কাঁপিয়ে দিতে পারেন। অ্যাডিলেডের মাঠেও তাঁর বোলিং ক্ষুরধার হতে পারে। তাঁকে সামলানো সহজ হবে না শাকিবদের।

১১ ১২
মহম্মদ শামি: তাঁর বোলিং এই বিশ্বকাপে সবচেয়ে ভাল। কম রান দেওয়ার ক্ষেত্রে জুড়ি নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন।

মহম্মদ শামি: তাঁর বোলিং এই বিশ্বকাপে সবচেয়ে ভাল। কম রান দেওয়ার ক্ষেত্রে জুড়ি নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন।

১২ ১২
আরশদীপ সিংহ: পাকিস্তান ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা ম্যাচেও প্রথম বলে উইকেট নিয়েছেন। তাঁর সুইং কতটা সামলাতে পারবেন বাংলাদেশের ব্যাটাররা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রতি ম্যাচে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন আরশদীপ।

আরশদীপ সিংহ: পাকিস্তান ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা ম্যাচেও প্রথম বলে উইকেট নিয়েছেন। তাঁর সুইং কতটা সামলাতে পারবেন বাংলাদেশের ব্যাটাররা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রতি ম্যাচে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন আরশদীপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি