T20 World Cup 2022

পাকিস্তানকে হারিয়েই হঠাৎ কলকাতায় ফোন কোহলির

পাকিস্তানকে হারিয়ে সাজঘরে সবে ফিরেছেন। তখনও শরীর ঘর্মাক্ত, চিরশত্রুকে হারানোর উত্তেজনায় ফুটছেন। তার মাঝেই সময় পেয়ে হঠাৎ কলকাতায় ফোন করলেন কোহলি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৯:১৭
কলকাতায় কাকে ফোন করলেন কোহলি?

কলকাতায় কাকে ফোন করলেন কোহলি? ফাইল ছবি

সাধারণত বিদেশে ভারতের কোনও সফর থাকলে ইদানীং বিরাট কোহলির সঙ্গে নিশ্চিত ভাবে দেখা যায় অনুষ্কা শর্মাকে। মেয়ে ভামিকাকে নিয়ে গোটা সফরেই একসঙ্গে থাকেন তাঁরা। এ বার সেই উপায় নেই। কোহলি যেখানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন, অনুষ্কা তখন সুদূর কলকাতায় ঝুলন গোস্বামীর জীবনীচিত্র শুট করতে ব্যস্ত থাকলেন। তবে ম্যাচের পর স্ত্রী-কে ফোন করতে ভুললেন না কোহলি। তখনই তিনি জানতে পারলেন, বাইরে তাঁকে নিয়ে কী পরিমাণ হইহই চলছে।

ম্যাচের পরে কোহলির কথা শুনে ২০১৫ বিশ্বকাপের কথা অনেকেরই মনে পড়ে গিয়েছে। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে খারাপ ভাবে হেরে গিয়েছিল ভারত। ওই ম্যাচে কোহলি মাত্র এক রানে আউট হওয়ার পর প্রত্যেকেই অনুষ্কাকে আক্রমণ করেছিলেন। তখনও তাঁরা বিবাহিত নন। সেই অস্ট্রেলিয়ার মাটিতেই পাকিস্তানের বিরুদ্ধে দলকে জেতানোর পর প্রশংসায় ভরিয়ে দেওয়া হল অনুষ্কাকে। মেয়ে ভামিকা নিয়ে অস্ট্রেলিয়ার বদলে যিনি এখন কলকাতায়। এক লাখ দর্শক যখন মাঠে বসে কোহলির ইনিংস দেখলেন, তখন অনুষ্কাকে বসে থাকতে হল কলকাতাতেই। এ দিন মহমেডান মাঠে শুটিং করলেন তিনি।

Advertisement
অনুষ্কার সেই পোস্ট।

অনুষ্কার সেই পোস্ট।

ম্যাচের পর সঞ্চালক নাতালি মিডোজ়ের প্রশ্নের উত্তরে কোহলি বলেন, “সাজঘরে ফেরার পর অনুষ্কার সঙ্গে আমার কথা হল। প্রচণ্ড খুশি ও। আমাকে জানাল, সবাই ওকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে। বাইরে কী হচ্ছে সেটা ওর থেকেই জানতে পারলাম। কারণ আমি নিজের কাজটা করতে ব্যস্ত ছিলাম। আমার যাবতীয় ফোকাস ছিল ম্যাচেই।”

কলকাতায় শুটিংয়ে ব্যস্ত থাকলেও অনুষ্কা টুইট করেছেন কোহলিকে নিয়ে। লিখেছেন, “সীমাহীন! খারাপ সময় হোক বা ভাল সময়, তোমাকে সারাজীবন এ ভাবেই ভালবেসে যাব।” পাল্টা উত্তর দিয়েছেন কোহলিও। লিখেছেন, “প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে পেয়ে ভাগ্যবান। খুব ভালবাসি তোমায়।”

Advertisement
আরও পড়ুন