T20 World Cup 2022

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেরা দল নামানো নিয়ে সংশয়ে দ্রাবিড়, কেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে খুশি দ্রাবিড়। তাঁর মতে, ক্রিকেটের এই ফরম্যাটে খেলোয়াড়দের ঝুঁকি নিয়ে ব্যাট করতে হয়। তাই আউট হওয়ার সম্ভাবনাও থাকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৬:৪১
বাংলাদেশের বিরুদ্ধে সেরা একাদশ নামানো নিয়ে আশাবাদী দ্রাবিড়।

বাংলাদেশের বিরুদ্ধে সেরা একাদশ নামানো নিয়ে আশাবাদী দ্রাবিড়। ছবি: টুইটার।

বাংলাদেশের বিরুদ্ধে কি পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারবে ভারত? খেলার আগের দিন কোচ রাহুল দ্রাবিড় জানালেন, দলে চোট-আঘাতের সমস্যা নেই। তবে দীনেশ কার্তিকের খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি উত্তর দেননি তিনি।

প্রশ্নের আসল লক্ষ্য ছিল কার্তিকের ফিটনেস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলার সময় পিঠে চোট পান কার্তিক। টেম্বা বাভুমাদের ইনিংসের শেষ কয়েক ওভার উইকেটরক্ষক ছিলেন ঋষভ পন্থ। স্বাভাবিক ভাবেই শাকিব আল হাসানদের বিরুদ্ধে কার্তিকের খেলা নিয়ে সংশয় তৈরি হয়। মঙ্গলবার দ্রাবিড় জানিয়েছেন, ‘‘কার্তিক অনেক ভাল আছে। দারুণ উন্নতি হয়েছে ওর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে লাফিয়ে একটা বল ধরার সময় দুর্ভাগ্যজনক ভাবে কার্তিকের পিঠে টান ধরে। আসলে খুব খারাপ ভাবে পড়েছিল মাঠে। তাতেই পিঠে টান লাগে ওর।’’

Advertisement

এখন কেমন আছেন কার্তিক? বুধবারের ম্যাচ কি খেলতে পারবেন? দ্রাবিড় বলেছেন, ‘‘চিকিৎসায় খুব ভাল সাড়া দিয়েছে কার্তিক। অনেকটাই ভাল আছে। দলের সঙ্গে অনুশীলনও করেছে। কোনও সমস্যা হয়নি। ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আর একটু অপেক্ষা করতে চাইছি। আমরা ওর পরিস্থিতির দিকে নজর রাখছি। নির্দিষ্ট পদ্ধতির মধ্যেই রয়েছে কার্তিক। বুধবার সকালে ওকে নিয়ে সিদ্ধান্ত নেব আমরা।’’

উইকেটের পিছনে ভরসা দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে এখনও তেমন কিছু করতে পারেননি কার্তিক। তার পারফরম্যান্স নিয়ে ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘কার্তিকের সম্পর্কে আগে থেকে কিছু ধরে নেওয়া কঠিন। সকলেই জানি ব্যাট হাতে কী করতে পারে ও। বেশি বল খেলার সুযোগ থাকে না ওর সামনে। যেমন পাকিস্তানের বিরুদ্ধে মাত্র একটা বল খেলেছিল শেষ দিকে নেমে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট করার সুযোগই পায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের সঙ্গে ভাল জুটি তৈরি করেছিল।’’

কার্তিকের পাশে দাঁড়িয়ে ভারতীয় দলের কোচ আরও বলেছেন, ‘‘ওকে যে দায়িত্ব দেওয়া হয় সেটাই পালন করে। এই খেলাটার চরিত্রই এ রকম। ঝুঁকিপূর্ণ শট খেলতেই হয়। সেটা করতে গেলে আউট হওয়ার সম্ভাবনা থাকেই। ক্রিকেটের এই ফরম্যাটে ক্রিকেটারদের পাশে থাকতেই হয়। পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নামলে বেশি বল খেলার সুযোগ থাকে না। উইকেটে থিতু হওয়ার সময় পাওয়া যায় না। আমার কাজই হল ক্রিকেটারদের পাশে থাকা। প্রয়োজনের সময় ক্রিকেটারদের ঝুঁকি নিয়েই খেলতে হয়। এ জন্য দলের সকলেই প্রস্তুত।’’ দ্রাবিড়ের আশা, বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাবেন ফিনিশার কার্তিককে।

Advertisement
আরও পড়ুন