অভিযোগ উঠছে যে, আইসিসি চাইছে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠুক। —ফাইল চিত্র
ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে তোলার দায়িত্ব নাকি নিয়েছে স্বয়ং আইসিসি। এমনটাই অভিযোগ তুলছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে ভারতীয় দলকে বাড়তি সুবিধা করে দিচ্ছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। বাংলাদেশের বিরুদ্ধে ভারত জেতার পরেই পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন আফ্রিদি।
বুধবার বাংলাদেশকে ৫ রানে হারায় ভারত। এর ফলে চাপে পড়ে যায় পাকিস্তান। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিছুটা স্বস্তি পেলেও সেমিফাইনালে যাওয়ার রাস্তা এখনও কঠিন আফ্রিদির দেশের। ভারত সে জায়গায় গ্রুপ শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই সহজ হয়ে গিয়েছে তাদের। বুধবার বৃষ্টির পর ম্যাচ শুরু করতেই বাংলাদেশের উপর দাপট দেখাতে শুরু করেন রোহিতরা। বৃষ্টির পর খেলা শুরু না হলে জিতে যেত বাংলাদেশ। আফ্রিদি বলেন, “সবাই দেখেছেন যে মাঠ কতটা ভিজে ছিল। কিন্তু আইসিসি তো ভারতের দিকে ঝুঁকে থাকে। যে কোনও ভাবেই হোক সেমিফাইনালে ভারতকে তোলার জন্য তৈরি তারা। ভারত বনাম পাকিস্তান ম্যাচেও এই আম্পায়াররাই ছিলেন এবং ওদের বিশ্বকাপের সেরা আম্পায়ারের সম্মান দেওয়া উচিত।”
বুধবার ভারত প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৪ রান তোলে। লোকেশ রাহুল ৫০ রান করেন। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৬৪ রানে। ১৬ বলে ৩০ রান করেন সূর্যকুমার যাদব। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের জয়ের আশা বাড়িয়েছিলেন লিটন। তিনি ২৭ বলে ৬০ রান করে আউট হয়ে যান। বৃষ্টির জন্য এর পর বাংলাদেশের লক্ষ্য হয়ে যায় ১৬ ওভারে ১৫১ রান। কিন্তু ১৪৫ রানেই শেষ হয়ে যায় শাকিবদের ইনিংস। ৫ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।
আফ্রিদি বলেন, “প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি থামতেই খেলা শুরু করে দেওয়া হল। এটা সত্যি যে, অনেক কিছুর চাপ ছিল তখন। ভারত খেলছে, সেটাই একটা বিরাট চাপ। লিটন দাস খুব ভাল ব্যাটিং করল। খুব ইতিবাচক ক্রিকেট খেলেছে ও। ৬ ওভারের পর মনে হয়েছিল আর যদিও ২-৩ ওভার উইকেট না পড়ে, তা হলে বাংলাদেশ জিতে যাবে। বাংলাদেশ যে লড়াইটা করেছে সেটা প্রশংসনীয়।”
রবিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচে জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে হারাতেই হবে। সেই সঙ্গে অপেক্ষা করে থাকতে হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের ম্যাচে যেন হেরে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ রানে জয় এখনও সেমিফাইনালের আশা বেঁচে রয়েছে পাকিস্তানের।