T20 World Cup 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগুনে শামি! প্রস্তুতিতে ছিটকে দিলেন সতীর্থের স্টাম্প

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাল ছন্দে শামি। প্রস্তুতি ম্যাচে নামার আগে নেটে দুরন্ত বল করলেন তিনি। সতীর্থ দীনেশ কার্তিককে বোল্ড করলেন ভারতের ডান হাতি পেসার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ২১:০৪
নেটে ভাল বল করলেন শামি।

নেটে ভাল বল করলেন শামি। —ফাইল চিত্র

দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পরে তিনি কেমন ছন্দে থাকবেন তা নিয়ে কৌতূহল রয়েছে ভারতীয় সমর্থকদের। সেই কৌতূহল কিছুটা হলেও মেটালেন মহম্মদ শামি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে নেটে আগুনে বোলিং করলেন শামি। ছিটকে দিলেন সতীর্থ দীনেশ কার্তিকের স্টাম্প।

ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছনোর বেশ কয়েক দিন পরে সে দেশে গিয়েছেন শামি। ফলে পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই প্রথম মাঠে নামতে চলেছেন তিনি। তার আগে অনুশীলনে গা ঘামাতে দেখা গেল ভারতীয় পেসারকে।

Advertisement

নেটে কার্তিককে বল করছিলেন শামি। দেখে বোঝা যাচ্ছিল, শামির বলের গতি সমস্যায় ফেলছে কার্তিককে। একটি বলে উইকেটের পিছনে শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান কার্তিক। উইকেট নিয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় শামিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যশপ্রীত বুমরা ও দীপক চাহার চোট পাওয়ার পরে শেষ মুহূর্তে শামিকে পরিবর্ত হিসাবে ভারতীয় দলে নেওয়া হয়েছে। তিনি কেমন খেলতে পারবেন তা নিয়ে সন্দেহ ছিল অনেকের মধ্যে। প্রস্তুতি ম্যাচে নামার আগে প্রস্তুতিতে অন্তত অধিনায়ক রোহিত শর্মার মুখে হাসি ফোটালেন শামি।

Advertisement
আরও পড়ুন