T20 World Cup 2022

নিউজ়িল্যান্ড সিরিজ়ে নেই, তবে কি জাতীয় দলে কার্তিকের দরজা বন্ধ? কী বলছে বোর্ড?

বিশ্বকাপে রানের মধ্যে নেই দীনেশ কার্তিক। বিশ্বকাপের পরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে জায়গা পাননি তিনি। তার পরেই প্রশ্ন উঠেছে কার্তিকের ভবিষ্যৎ নিয়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৮:০৮
বিশ্বকাপে খারাপ খেলার খেসারত কি দিতে হবে দীনেশ কার্তিককে?

বিশ্বকাপে খারাপ খেলার খেসারত কি দিতে হবে দীনেশ কার্তিককে? —ফাইল চিত্র

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলে জায়গা পাননি দীনেশ কার্তিক। ঈশান কিশন ও সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছে। তা হলে কি জাতীয় দলে কার্তিকের কেরিয়ার শেষ? দরজা বন্ধ হয়ে গেল তাঁর জন্য? এই প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের নির্বাচক প্রধান চেতন শর্মা।

এক সঙ্গে চারটি সিরিজ়ের জন্য দল ঘোষণা করেছেন বিসিসিআই। তার পরেই সাংবাদিক বৈঠকে কার্তিকের না থাকা নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন চেতন। বলেছেন, ‘‘এমন নয় যে আমরা কার্তিকের দিকে আর তাকাচ্ছি না। সবে তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে। আমরা চেষ্টা করছি যাতে কোনও ক্রিকেটারের উপর অতিরিক্ত চাপ না পড়ে। কাকে কখন বিশ্রাম দেওয়া হবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তার জন্যই কার্তিককে দলের বাইরে রাখা হয়েছে।’’

Advertisement

কার্তিক যে ভাবে ভাল খেলে জাতীয় দলে ফিরেছেন তার জন্য তিনি সব সময় নির্বাচকদের নজরে থাকবেন বলে জানিয়েছেন চেতন। তিনি বলেছেন, ‘‘ভাল খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছে কার্তিক। তাই ওকে দলে নিতে আমাদের কোনও সমস্যা নেই। আমরা নজর রাখছি। বিশ্বকাপের পরেই সিরিজ় থাকায় আমরা ভেবেছি বাকি ক্রিকেটারদেরও সুযোগ দিতে। সে কারণেই ওকে বাইরে রাখা হয়েছে। অন্য কোনও কারণ নেই।’’

চেতনকে প্রশ্ন করা হয়েছিল, কার্তিক কী এমন ম্যাচ খেলেছেন যে ওঁকে বিশ্রাম দিতে হবে। জবাবে চেতন বলেছেন, ‘‘দলের কোন ক্রিকেটারের শারীরিক অবস্থা কেমন সেটা চিকিৎসকেরা জানেন। নির্বাচকরাও জানেন। কিন্তু সেটা বাইরে বলা যায় না। শুধু এটুকু বলচে পারি, ভবিষ্যতে কার্তিকের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে।’’

বিশ্বকাপের মাঝেই রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বারই কি শেষ বার বিশ্বকাপের মঞ্চে দেখা যাচ্ছে তাঁদের? নাকি ২০২৪ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ভারতের সব থেকে অভিজ্ঞ দুই ব্যাটার? এই প্রশ্নের জবাবে ভারতীয় ক্রিকেটের নির্বাচক প্রধান বলেন, ‘‘বিশ্বকাপের মতো একটা প্রতিযোগিতার মাঝে তো কারও সঙ্গে কথা বলা যাবে না। বিশ্বকাপের মাঝে আমি কারও সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি নই। ওরা অনেক বড় ক্রিকেটার। যদি ওরা নিজেরা কিছু মনে করে তা হলে অবশ্যই আমাকে এসে বলবে।’’

রোহিত, কোহলির মতো ক্রিকেটার দলে থাকলে তাঁদের কাছে তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবেন বলে মনে করেন চেতন। তিনি বলেন, ‘‘রোহিত, কোহলির কাছে বাকিরাও অনেক কিছু শিখতে পারে। আমি দেখেছি কী ভাবে তরুণদের সঙ্গে ওরা অনুশীলন করে। কোনও ম্যাচের আগে কী ভাবে প্রস্তুতি নিতে হয়, কী ভাবে নিজেদের ফিট রাখতে হয় সেই সব বিষয়েও রোহিত-কোহলি তরুণদের নানা ভাবে সাহায্য করে। তাই বিশ্বকাপের মাঝে আমি কারও সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলব না।’’

বয়সের জন্য ভারতীয় দলে কারও দরজা বন্ধ হবে না বলে জানিয়ে দিয়েছেন চেতন। তাঁর মতে, বয়স কেবলই একটি সংখ্যা। চেতন বলেন, ‘‘কারও জন্য দরজা বন্ধ হবে না। যদি কেউ নিজেকে ফিট রাখতে পারে তা হলে বয়স কেবলই একটা সংখ্যা। যদি কেউ দলের জন্য খেলতে পারে তা হলে নির্বাচকরা খুশি হয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নেবে।’’

আরও পড়ুন
Advertisement